ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কোতে আণবিক শিল্প সংশ্লিষ্টদের ফোরাম শুরু বুধবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
মস্কোতে আণবিক শিল্প সংশ্লিষ্টদের ফোরাম শুরু বুধবার

ঢাকা: আণবিক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সরবরাহকারীদের ৬ষ্ঠ আন্তর্জাতিক ফোরাম ‘এটমেক্সপো-২০১৪’ বুধবার (২৯ অক্টোবর) মস্কোর সিইসি অ্যাক্সপো সেন্টারে শুরু হচ্ছে। এ আন্তর্জাতিক ফোরাম শেষ হবে শুক্রবার (৩১ অক্টোবর)।

রুশ রাষ্ট্রীয় আণবিক শক্তি করপোরেশন রোসাটম এই ফোরামের আয়োজন করেছে।

এটমেক্স, আণবিক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দেশের ভেন্ডর ও ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ, আলোচনা ও সহযোগিতার একটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়ে থাকে।

বিভিন্ন দেশের প্রস্তুতকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান এটমেক্স-২০১৪’তে তাদের আণবিক পণ্য ও সেবা প্রদর্শন করবে।

এ বছর জার্মানি, জাপান, বেলারুশ, স্পেন, ফিনল্যান্ড, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র ও রাশিয়ারসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা ফোরামে অংশ নেবেন।

২৯ অক্টোবর এটমেক্সোর প্লেনারি সেশনে রুশ ওপেন পাবলিক অ্যাফেয়ার্স মন্ত্রী এম এ আবিজভ ও রোসাটম প্রধান সের্গেই কিরিয়েনকাসহ অন্যরা বক্তব্য রাখবেন।

৫ম এটমেক্স ২০১৩ সালের ডিসেম্বর মাসে মস্কোতে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের ২৯৪টি কোম্পানির ৬৩৪ জন প্রতিনিধি অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।