ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শারজায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
শারজায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকসহ নিহত ৪ ছবি: সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের শারজায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন এশিয়ার শ্রমিক রয়েছেন।

তবে তারা এশিয়ার কোন দেশের শ্রমিক তা জানা যায়নি।

গালফ নিউজ জানায়, মঙ্গলবার ভোরে শারজাহ বিমানবন্দর এলাকায় একটি প্রাইভেটকার ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ভয়াবহ দুর্ঘটনায় কারটি দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেটকারে থাকা চারজনই ঘটনাস্থলে মারা যান।

প্রাথমিক তদন্তে জানা যায়, প্রাইভেটকারটি অতিরিক্ত গতিতে চলছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ আল-কাসিমি হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আল-হেরা পুলিশ তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।