ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সেনা ক্ষমতা গ্রহণের বিরুদ্ধে সোচ্চার বুরকিনাফাসো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৪
সেনা ক্ষমতা গ্রহণের বিরুদ্ধে সোচ্চার বুরকিনাফাসো

ঢাকা: গণঅভ্যুত্থানে স্বৈরশাসক ব্লেইস কমপাওরের পদত্যাগের পর সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণকে প্রত্যাখ্যান করেছে বুরকিনা ফাসোর বিরোধী রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা।

এদিকে বেসামরিক সরকারের বদলে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে আফ্রিকান ইউনিয়ন জোট।



কমপাওরের পদত্যাগের পর শুক্রবার নিজেকে দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেন প্রেসিডেন্সিয়াল গার্ডের উপপ্রধান ইসাক জিদা। তাকে সমর্থন দেয় সামরিক বাহিনী। এর পরপরই রাজধানী ওগাদগুতে শনিবার রাতে বৈঠকে বসেন দেশটির বিরোধী রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা।
 
বৈঠকের পর বিবৃতিতে অবিলম্বে ইসাক জিদার পদত্যাগ এবং বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে বলা হয়, সেনাবাহিনী জনগণের বিজয়কে আত্মসাৎ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, জনতার জাগরণের বিজয় পরিবর্তী ক্ষমতার পালাবদলের ব্যবস্থাপনা জনগণের দায়িত্ব এবং তা কোনোভাবেই সামরিক বাহিনী কর্তৃক আত্মসাৎ হতে পারে না। ক্ষমতার পালাবদল  হতে হবে গণতান্ত্রিক এবং বেসামরিক।

১৯৯১ সালে প্রণীত দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদত্যাগ করলে ক্ষমতা গ্রহণের পাশাপাশি পরবর্তী ৯০ দিনের মধ্যে একটি নির্বাচন আয়োজনে দায়ী থাকবেন দেশটির পার্লামেন্টের স্পিকার।

কিন্তু ক্ষমতা গ্রহণের পরপরই পার্লামেন্ট বাতিলের পাশাপাশি সংবিধান স্থগিত করে সামরিক বাহিনী। তবে সেনাবাহিনী জানিয়েছে সমাজের সব স্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে ক্ষমতার পালাবদলের বিষয়টি নির্ধারণ করবে তারা।

দুই দিনের ব্যাপক গণ ‍অভ্যুত্থানের মুখে শুক্রবার পদত্যাগ করেন বুরকিনাফাসোর দীর্ঘদিনের প্রেসিডেন্ট ব্লেইস কমপাওরে। ২৭ বছরের ক্ষমতাকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগ নিলে রাজধানী ওগাদুগুতে বিক্ষোভে ফেটে পড়ে জনগণ। আন্দোলনে নিহত হন কমপক্ষে তিন বিক্ষোভকারী।   বিক্ষোভকারীরা এ সময় দেশটির পার্লামেন্ট ভবন জ্বালিয়ে দেয়। ১৯৮৭ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন কমপাওরে।

পদত্যাগী প্রেসিডেন্ট কমপাওরে বর্তমানে পরিবার পরিজন নিয়ে প্রতিবেশী আইভরি কোস্টে আশ্রয় নিয়েছেন। দেশটির উপকূলীয় অবকাশ কেন্দ্র আসিনিতে  একটি প্রেসিডেন্সিয়াল অবকাশ যাপন কেন্দ্রে তিনি অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে ইসাক জিদার ক্ষমতা গ্রহণের কঠোর সমালোচনা করেছে আফ্রিকান ইউনিয়ন। এক বিবৃতিতে অবিলম্বে বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা দেয়ার আহ্বান জানিয়েছে তারা। পাশাপাশি গণতান্ত্রিক ধারাবাহিকতার কোনো ব্যত্যয় হলে বুরকিনাফাসোর ওপর অবরোধ আরোপেরও হুমকি দিয়েছে ৫৪ জাতির সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।