ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে তিন আইনজীবীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
সৌদিতে তিন আইনজীবীর কারাদণ্ড

ঢাকা: বিচার ব্যবস্থা সম্পর্কে অবমাননাকর টুইট করায় সৌদি আরবে তিন আইনজীবীকে সর্বোচ্চ আট বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।



সৌদি আরবের অফিসিয়াল সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে গালফ নিউজ এ কথা জানায়।

এসপিএ জানায়, অভিযুক্তরা বিচারব্যবস্থা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার জন্য তারা সামাজিক মাধ্যমকে ব্যবহার করেছন। বিচারকের নির্দেশ মানেননি।

আইনজীবীদের মধ্যে একজনকে ৮ বছর ও অন্য দুইজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। গ্রেফতারের পর থেকে এই রায় কার্যকর হবে।

এছাড়া তাদের ওপর ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

একইসঙ্গে আদালত সৌদি আরবের সামাজিক গণমাধ্যম মনিটরিং করা হচ্ছে বলে সবাইকে সতর্ক করে দিয়েছে। দোষী হলে যে কারো বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।