ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ঠোঁটে ঠোঁট রেখে প্রতিবাদ করবে যুগলরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
ঠোঁটে ঠোঁট রেখে প্রতিবাদ করবে যুগলরা ছবি: প্রতীকী

ঢাকা: কফিশপে আড্ডারত যুগলদের ‘হেনস্তা’ করার প্রতিবাদে উন্মুক্ত আকাশের নিচে অবস্থান নিয়ে ঠোঁটে ঠোঁট রেখে ‘প্রতিবাদ’ করবে ভারতের কেরালা অঙ্গরাজ্যের যুগলরা।

কেরালার কোচি শহরের যুগলদের ঘোষিত আগামী রোববারের এ ‘কিস ডে’ বা চুমু দিবস কর্মসূচিকে ঘিরে উদ্বেগ বাড়ছে প্রশাসনে।



অনুমতি না পেলেও যে কোনোভাবেই অভিনব এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে স্থানীয় যুব সম্প্রদায়।

সম্প্রতি কোচির একটি কফিশপে ঢুকে আড্ডারত ‍যুগলদের ব্যাপক হেনস্তা করে বিজেপির স্থানীয় যুব সংগঠনের কর্মীরা। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারণা শুরু করে যুগলরা।

‘চুমু দিবসের’ আয়োজকরা প্রত্যেক যুগলকে ওইদিন কোচির মেরিন ড্রাইভে উন্মুক্ত আকাশের নিচে অবস্থান নিয়ে প্রকাশ্যে ভালোবাসার অধিকার চেয়ে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

এস রাহুল নামে এক আয়োজক বলেন, যুগলরা একে অন্যকে চুমু দেবে। আমরা আক্রমণকারীদের বুঝিয়ে দিতে চাই, ভালোবাসা দমিয়ে রাখা যায় না। কফিশপের মতো এ ধরনের আক্রমণ সর্বত্র বেড়ে চলেছে। এটা ভালোবাসার বিরুদ্ধে অবস্থান।

ইতোমধ্যে আয়োজকরা ‘কিস অব লাভ’ নামে একটি ফেসবুক পেজও খুলেছেন। সেখানে এরই মধ্যে ১৬ হাজার লাইক পড়ে গেছে। আয়োজকরা এর মাধ্যমে অন্য শহরগুলোতেও প্রচারণার পরিকল্পনা করছেন।

আয়োজকরা আশা করছেন, অন্তত ১০ হাজার যুগল এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন।

কর্মসূচির ব্যাপারে কোচির ডেপুটি কমিশনার নিশানথিনি বলেন, কেউ সমাবেশ করলে আমরা বাধা দিতে পারবো না। কিন্তু সমাবেশের নামে যদি আইন লঙ্ঘন করা হয় এবং স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটানো হয় তবে প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।