ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জনসমক্ষে আসছেন লাদেনের হত্যাকারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
জনসমক্ষে আসছেন লাদেনের হত্যাকারী ওসামা বিন লাদেন

ঢাকা: সাবেক আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের হত্যাকারী জনসমক্ষে আসছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, আগামী মাসে যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের এক ডকুমেন্টারিতে নিজের পরিচয় প্রকাশ করবেন এ নেভি সিল কমান্ডো।



ফক্স নিউজ এক বিবৃতিতে জানায়, ‘দ্য ম্যান হু কিলড ওসামা বিন লাদেন’ (লাদেনের হত্যাকারী) শীর্ষক ডকুমেন্টারি দুটি সেগমেন্টে ১১ ও ১২ নভেম্বর প্রচার হবে। অনুষ্ঠানে কমান্ডো ২০১১ সালে লাদেনকে হত্যায় তার ভূমিকার কথা তুলে ধরবেন।

সংবাদ বিবৃতিতে আরো বলা হয়, অনুষ্ঠানে অপারেশন নেপচুন স্পিয়ার মিশনে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের এলিট ফোর্স নেভি সিলে তার প্রশিক্ষণের নানা দিক তুলে ধরবেন। লাদেনকে হত্যার অভিযানের নাম অপারেশন নেপচুন স্পিয়ার।

টিভি নেটওয়ার্কটির মতে, এসব কথা আগে কখনো বিস্তারিতভাবে প্রকাশিত হয়নি। তথ্যচিত্রে থাকছে ওসামার মুখোমুখি হয়ে তাকে গুলি করার অভিজ্ঞতা এবং অন্তিম মুহূর্তের অজানা কথা।

অনুষ্ঠানে মিশনের সময় পরিহিত নেভি সিল কমান্ডোর শার্ট এক ‘গোপন’ আয়োজনের মাধ্যমে দেখানো হবে। শার্টটি কমান্ডো নিউইয়র্কের ন্যাশনাল সেপ্টেম্বর ১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়ামে দান করেছেন।

২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে নেভি সিলের সদস্যদের গোপন অভিযানে ওসামাসহ পাঁচজন নিহত হন।

ওসামার অবস্থান চিহ্নিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওই অভিযান পরিচালনার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।