ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নারীরা নিরাপদ নন নিউইয়র্কেও (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
নারীরা নিরাপদ নন নিউইয়র্কেও (ভিডিও)

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মতো স্থানেও নারীরা নিরাপদে চলাফেরা করতে পারেন না। পথে পথে হয়রানির শিকার হতে হয়।

হয়রানি থেকে রেহাই পান না খোদ নামিদামি অভিনেত্রীও। সম্প্রতি এমনটি ঘটেছে অভিনেত্রী শোশানা বি. রবার্টের ক্ষেত্রে।

অবশ্য, শোশানা এ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন নারীরা পথে কী কী বাধার সম্মুখীন হচ্ছে তা জানতে যেয়ে।

সংবাদ মাধ্যমগুলো জানায়, সড়কে নারীদের চলার পথে বাধাগুলো চিহ্নিত করার জন্য শোশানা রাস্তায় নেমে পড়েন। এসময় তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোও গোপন ক্যামেরায় ধারণ করেন তিনি।

পরে গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওটি ইউটিউবে ছড়িয়ে পড়লে তা নিয়ে নিউইয়র্কসহ বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।

দুই মিনিটের ভিডিওতে দেখা যায়, টি-শার্ট ও জিনস পরিহিত শোশানা নীরবে ম্যানহাটনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এসময় রাস্তার পাশে পুরুষেরা তাকে ‘হেই, বেবি, বিউটিফুল’ বলে উত্যক্ত করছেন।

মঙ্গলবার ইউটিউবে ‘টেন আওয়ারস অব ওয়াকিং ইন নিউইয়র্ক অ্যাস এ ওমেন’ শিরোনামের ভিডিওটি প্রকাশ হওয়ার পরপরই দেড় কোটিরও বেশি বার প্রদর্শিত হয়ে যায়।

সংখ্যালঘু ও নারীদের হয়রানি কমাতে চ্যারিটি ‘হোলাব্যাক’ নামক প্রতিষ্ঠানের জন্য ভিডিওটি তৈরি করা।

সংগঠনটির পক্ষে থেকে বলা হয়, ১০ ঘণ্টায় শোশানা ১০০ বারের চেয়েও বেশি মৌখিক হয়রানির শিকার হয়েছেন। এছাড়া, তাকে উদ্দেশ্যে করে শিস বাজানো হয়েছে অসংখ্যবার।



বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।