ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফরাসি রেডিও ভবনে আগুন, ২ স্টেশনের সম্প্রচার বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
ফরাসি রেডিও ভবনে আগুন, ২ স্টেশনের সম্প্রচার বন্ধ ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের রাষ্ট্রীয় বেতার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনটিতে থাকা ফ্রান্স ইনফো ও ফ্রান্স ইন্টার নামে দু’টি রেডি স্টেশনের সম্প্রচার বন্ধ হয়ে গেছে।



শুক্রবার প্যারিসের পশ্চিমাঞ্চলের সিন নদীর তীরবর্তী ‘মইসন দ্য ল্য রেডিও’ নামক ভবনটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রেডিও ভবনটি থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে ও কালো ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে গেছে।

দমকলকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে ভবনের সংস্কারাধীন সপ্তম তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

ফায়ার সার্ভিসের প্রধান গ্যাব্রিয়েল প্লাস জানান, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ১৬টি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।