ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দেশে দেশে বিদেশি সন্ত্রাসী, চ্যালেঞ্জে বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
দেশে দেশে বিদেশি সন্ত্রাসী, চ্যালেঞ্জে বিশ্ব

ঢাকা: আল কায়েদা, তালেবান ও ইসলামিক স্টেটের (আইএস) মতো সন্ত্রাসী সংগঠনগুলোয় বিদেশি নাগরিকদের যোগদান উদ্বেগজনকভাবে বাড়ছে জানিয়ে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। এই বিদেশি নাগরিকরা নিজ দেশে ফিরে গেলে সন্ত্রাস আরও দ্রুততর গতিতে ছড়িয়ে পড়তে পারে বলেই এমন শঙ্কা প্রকাশ করা হয়েছে।



আল কায়েদা, তালবান ও আইএসের কার্যক্রম পর্যবেক্ষণকারী জাতিসংঘের বিশেষজ্ঞ পরিষদের এক প্রতিবেদনে এ শঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দেওয়া হয়েছে।

পর্যবেক্ষকরা প্রতিবেদনে বলেন, সন্ত্রাসী সংগঠনগুলোয় বিদেশি নাগরিকদের অংশগ্রহণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্ব।

প্রতিবেদনে জানানো হয়, কেবল সিরিয়া ও ইরাকেই ১৫ হাজারোধিক বিদেশি নাগরিক জঙ্গি গ্রুপের হয়ে কাজ করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ৮০টিরও বেশি দেশের নাগরিক সিরিয়া এবং ইরাকে আল-কায়েদা ও এর সংশ্লিষ্ট গ্রুপগুলোর হয়ে কাজ করছে।

এই জঙ্গি সদস্যরা যদি নিজেদের দেশে ফিরে যান তবে স্থানীয়ভাবে সন্ত্রাস মাথা ব্যথার কারণ হয়ে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয় প্রতিবেদনে।

বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনটিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের মাধ্যমে বিশ্বব্যাপী নিজেদের পরিচিতি বাড়িয়ে যাচ্ছে আইএস। এক্ষেত্রে এখনই দ্রুততর পদক্ষেপ নিতে হবে বিশ্বকে।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।