ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শৈশবে যৌন হয়রানির শিকার হন টাইসনও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৪
শৈশবে যৌন হয়রানির শিকার হন টাইসনও মাইক টাইসন

ঢাকা: মাত্র সাত বছর বয়সে যৌন হয়রানির শিকার হতে হয়েছিল আমেরিকান কিংবদন্তি বক্সার মাইক টাইসনকেও। আর সেই ঘটনার প্রায় চার দশক পর স্বীকারোক্তি দিলেন খোদ বিশ্বের কনিষ্ঠতম হেভিওয়েট চ্যাম্পিয়নই।



সম্প্রতি নিউইয়র্কের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খোলেন ব্রুকলিনের উজ্জ্বল তারকাটি।

তিনি জানান, নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় এক বৃদ্ধ তার পথ রোধ করে যৌন হয়রানি করেছিলেন। পরে অবশ্য টাইসন পালিয়ে বাঁচতে পারেন।

সেসময় তিনি এ ঘটনার ব্যাপারে কারও কাছে মুখ খোলেননি। পুলিশ তো নয়ই, এমনকি নিজের মা-বাবাকেও ঘটনাটি জানাননি।

তবে, কৈশোরের এ অনাকাঙ্ক্ষিত ঘটনা তার জীবনে কোনো ছাপ ফেলেছিল কিনা এ ব্যাপারে মুখ খোলেননি টাইসন।

১৯৮৬ সালে ২০ বছর বয়সেই সবচেয়ে কম বয়সী বক্সার হিসেবে বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েন মাইক টাইসন।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।