ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেন সঙ্কট

শেষ ভরসা এখন ঐক্যমতের সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৪
শেষ ভরসা এখন ঐক্যমতের সরকার

ঢাকা: দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে একটি ঐক্যমতের সরকার গঠনে চুক্তিতে উপনীত হয়েছে ইয়েমেনের বিবদমান সব রাজনৈতিক পক্ষ। চুক্তি ‍অনুযায়ী নতুন সরকারে ইয়েমেনের সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে।


 
সরকারের বিরুদ্ধে লড়াইরত শিয়া হুথি বিদ্রোহী এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সুন্নি আল ইসলাহ পার্টি সহ সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলই এই চুক্তিতে স্বাক্ষর করেছে।

চুক্তি অনুযায়ী প্রধানমন্ত্রী খালেদ বাহাহ প্রেসিডেন্ট আবু রাব্বু মনসুর হাদির পরামর্শে সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি নতুন মন্ত্রিসভা গঠন করবেন।

শনিবার চুক্তি স্বাক্ষরের পর এতে স্বাক্ষরকারী ১৩টি রাজনৈতিক দল এক ই-মেইল বার্তায় জানায়,  আমরা ইয়েমেনের সব রাজনৈতিক দল প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদি এবং প্রধানমন্ত্রী খালেদা বাহাহকে একটি যোগ্য জাতীয় সরকার গঠনের জন্য আহ্বান করছি, যারা মানবাধিকার, আইনের শাসন এবং রাষ্ট্র শাসনে নিরপেক্ষতার ব্যাপারে আন্তরিক থাকবে।

অবশ্য কতদিন নাগাদ এই নতুন সরকার গঠন হবে তা বিবৃতিতে বলা হয়নি। তবে সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন সরকার গঠনে কয়েক দিন এমনকি কয়েক সপ্তাহও লেগে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

চুক্তিপূর্ব বৈঠকে উপস্থিত ছিলেন ইয়েমেনে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জামাল বেনোমারা। তিনি বলেন, চুক্তি অনুযায়ী প্রেসিডেন্টের বর্তমান পরামর্শক পরিষদে যে সব রাজনৈতিক দলের প্রতিনিধি নেই, তারা বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য নিজেদের প্রতিনিধির নাম পাঠাতে পারবে। এরপর প্রধানমন্ত্রী তাদের মধ্যে যোগ্য প্রার্থীকে মন্ত্রিসভার জন্য বেছে নেবেন।

ইয়েমেনের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষিতে এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করা হচ্ছে, কারণ হুথি বিদ্রোহী সহ প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলই এই চুক্তিতে স্বাক্ষর করেছে।

এর আগে দশ দিনের মধ্যে সরকার গঠনের জন্য ইয়েমেনের প্রেসিডেন্টকে শুক্রবার আল্টিমেটাম দিয়েছিলো হুথি বিদ্রোহীরা, অন্যথায় ‘অন্য ব্যবস্থা’ গ্রহণের হুমকি দিয়েছিলো তারা। এছাড়া চুক্তির কয়েক ঘণ্টা আগে ইয়েমেনের মধ্যাঞ্চলীয় ইব প্রদেশে অবস্থিত আল ইসলাহ পার্টির প্রধান কার্যালয়ে হামলা চালিয়ে এর চার প্রহরীকে হত্যা করে হুথি বিদ্রোহীরা।

এদিকে চুক্তি সত্ত্বেও সহিংসতা কমছে না ইয়েমেনে। শনিবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদাইদাহ প্রদেশে আল কায়দা সমর্থিত যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে ২০ সেনা।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।