ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিদেশে পাচারকৃত প্রতিটি পয়সা ফেরত আনা হবে: মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৪
বিদেশে পাচারকৃত প্রতিটি পয়সা ফেরত আনা হবে: মোদী নরেন্দ্র মোদী

ঢাকা: বিদেশে পাচারকৃত গরিবের প্রতিটি পয়সা ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার (০২.১১.২০১৪) বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ প্রতিশ্রুতির কথা জানান মোদী।



পাচারের টাকা ফেরত আনার ব্যাপারে সরকার পিছু হটেছে এমন সমালোচনার একদিন পর একথা বললেন বিজেপি সরকার প্রধান।

তিনি বলেন, আসলে কত টাকা বিদেশে চলে গেছে আমরা জানিনা। শুধু আমরা নয়, আগের সরকারগুলোরও এ বিষয়ে কোনো পরিস্কার ধারণা নেই।

মোদী বলেন, আমি অঙ্কের বিতর্কে যাচ্ছি না। হতে পারে এটি দুই কিংবা পাঁচ অথবা কোটি রুপি। অর্থ ফেরত আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

১৮ মিনিটের ভাষণে মোদী বলেন, অর্থ ফেরত আনার প্রক্রিয়া সঠিক নিয়মেই চলছে। কোথায় কোনো ছাড় দেব না। দয়া করে, এই প্রধান সেবকের ওপর আস্থা রাখুন।

নির্বাচনের আগে ইশতেহারে কালোটাকা দেশে ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সাড়ে তিন মাসের মধ্যে টাকা ফেরত আনার কথা থাকলেও ক্ষমতায় বসার পাঁচমাস পরেও এ ব্যাপারে কার্যকরী কোনো উদ্যোগ না নেওয়ায় কঠোর সমালোচনার মুখে পড়ে বিজেপি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।