ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভলিবল ম্যাচ দেখতে চাওয়ায় ১ বছরের জেল !

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৪
ভলিবল ম্যাচ দেখতে চাওয়ায় ১ বছরের জেল ! ঘঞ্চে ঘাভানি

ঢাকা: ইরানি বংশোদ্ভূত এক ব্রিটিশ তরুণীকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। ছেলেদের ভলিবল খেলা দেখতে চাওয়ায় তাকে এ শাস্তি দেওয়া হয় বলে তার আইনজীবীরা জানিয়েছেন।



আইনজীবী মাহমৌদ আলীজেদাহ টাবাটাবেঈ বার্তা সংস্থা এপিকে জানান, ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য ঘঞ্চে ঘাভানিকে (২৫) দণ্ড প্রদান করা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, গত জুনে তেহরানের ফ্রিডম স্টেডিয়াম থেকে ঘাভানিকে গ্রেফতার করা হয়। কারণ স্টেডিয়ামে ইরান ও ইতালির মধ্যকার ভলিবল ম্যাচ তিনি দেখার চেষ্টা করেছিলেন।

সংস্থাটি জানায়, ইরানে ছেলেদের ম্যাচ মেয়েদের দেখা নিষিদ্ধ। নিষিদ্ধ অমান্য করে তিনি দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করার চেষ্টা করেছিলেন।

ওয়ার্ল্ড ভলিবল লিগ ম্যাচ চলাকালে কোনো নারী ফটোগ্রাফারকেও ছবি তুলতে দেওয়া হয়নি।

আটকের কয়েকঘন্টার মধ্যে ঘাভানিকে ছেড়ে দেওয়া হলেও কয়েকদিনের মধ্যে তাকে আবার আটক করা হয়। গত মাস থেকে ইরানের আদালতে তার বিচার চলছে।

গ্রেফতারের পর থেকে তিনি তেহরানের ইভিন কারাগারে বন্দি আছেন।


ঘাভানিকে গ্রেফতার ও কারাদণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এছাড়া ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর রায়ে উদ্বেগ প্রকাশ করেছে ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।