ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে কার পার্কে গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
সুইজারল্যান্ডে কার পার্কে গুলিতে নিহত ৩ ছবি: সংগৃহীত

ঢাকা: সুইজারল্যান্ডের আল্পস পর্বতাঞ্চলের একটি শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত তিন জন নিহত হয়েছে।

সোমবার (০৩ নভেম্বর) উইডারসিল নামে ওই শহরাঞ্চলের একটি ট্রেন স্টেশনের কাছে কার পার্ক থেকে ওই তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।



তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, পর্যটকদের কাছে সুপরিচিত উইডারসিল শহরের কাছে ইন্টারল্যাকেন পৌরসভায় স্থানীয় সময় সকাল ৭টায় তিনটি লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়। এরপর পুলিশ গিয়ে লাশ তিনটি উদ্ধার করে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো একে হত্যাকাণ্ড বলছে এবং পুলিশ এর তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।