ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্লেন নিয়ে মদের বারে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
প্লেন নিয়ে মদের বারে! ছবি: সংগৃহীত

ঢাকা: মানুষের কতো বিচিত্র রকমের শখ! এক অস্ট্রেলিয়ান নাগরিক মদ খেতে গেলেন প্লেন নিয়ে। তাও আবার কাউকে পাহারায় না রেখে উয়িংলেস এয়ারক্রাফটি বাইরে রেখেই তিনি বারে ঢুকে দিব্যি বিয়ার খাচ্ছিলেন।



কিন্তু শেষ রক্ষা হলো না। রাস্তা দিয়ে লাইট প্লেন চালানো এবং বারের সামনে প্লেন পার্কিং করার অপরাধে পুলিশ তার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে।

অস্ট্রেলিয়ার নিউম্যান পুলিশ জানায়, ৩৭ বছর বয়সী লোকটি (প্লেনের মালিক) অন্যান্য নাগরিকদের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য হুমকি। তাছাড়া তার পাইলট লাইসেন্স ছিল না।

সম্প্রতি দুই সিট বিশিষ্ট উয়িংলেস এয়ারক্রাফটি কিনে বাড়ির যাওয়ার পথে ড্রিংকের জন্য মাঝপথে থামেন। পুলিশ জানায়, চাকা ঘূর্ণায়মান অবস্থায় প্লেনটি রেখে তিনি বারের ভেতরে যান।  

স্থানীয়ভাবে পরিচিত জায়গাটিতে প্লেন রেখে বারে যাওয়ার ঘটনা দেখে মানুষ বেশ মজা পেয়েছেন।
১৮ নভেম্বর ব্যক্তিকে আদালতে হাজির হতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।