ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সন্তানকে ব্রিজ থেকে ফেলে দিলেন মা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৪
সন্তানকে ব্রিজ থেকে ফেলে দিলেন মা ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এক মা তার ছয় বছরের সন্তানকে ব্রিজ থেকে ফেলে দিয়েছেন।

  সোমবার ওরিজন রাজ্যের ইয়াকুইনা বে ব্রিজে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

নিউপোর্ট পুলিশ প্রধান মার্ক মিরান্ডা জানান, তারা ওই দিন রাত ১১টার দিকে ছয় বছরের ছেলের মৃতদেহ উদ্ধার করেছেন।  

এ ঘটনা ঘটানোর আগে শিশুটির মা সন্ধ্যা ৬টার দিকে পুলিশকে ৯১১ নাম্বারে ফোন দিয়ে জানান, তিনি তার সন্তাকে ব্রিজ থেকে ফেলে দিচ্ছেন।

এরপরই পুলিশ ছেলেটির সন্ধানে অভিযানে নামে। স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীকে সাহায্য করার জন্য কোস্টগার্ড হেলিকপ্টার পাঠিয়েছে।

পুলিশ নিহত শিশুটির মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। শিশুর নাম ও মায়ের পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, ব্রিজটি সমুদ্রের তীর থেকে ১৩০ ফুট উপরে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।