ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচন

কংগ্রেসের উভয় কক্ষেই কোণঠাসা ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪
কংগ্রেসের উভয় কক্ষেই কোণঠাসা ওবামা

ঢাকা: মিডটার্ম নির্বাচন হিসেবে অভিহিত যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উভয় কক্ষ এবং স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে রিপাবলিকানরা। এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির কাছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং প্রতিনিধি সভা হাউজ অব রিপ্রেজেন্টিটিভসের নিয়ন্ত্রণ হারালো মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দল ডেমোক্রেটিক পার্টি।

   

নির্বাচনের এই ফলাফলে এটি পরিষ্কার যে মেয়াদের শেষ দু’টি বছর আরও কঠিন হয়ে পড়বে প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য।

এমনিতেই প্রেসিডেন্সির দ্বিতীয় মেয়াদে বিভিন্ন নীতি বাস্তবায়ন ও বিল পাসের ক্ষেত্রে সিনেট সহ কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের কারণে ব্যাপক বিপত্তির শিকার হতে হয় ওবামাকে। এখন উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর মধ্যে দিয়ে নিজের নির্বাচনী প্রতিশ্র্রুতি বাস্তবায়নে ওবামাকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ প্রকাশিত ফলাফল অনুযায়ী আরকানসাস, কলোরাডো, আইওয়া, মন্টানা, নর্থ ক্যারোলিনা, সাউথ ড্যাকোটা ও ওয়েস্ট ভার্জিনিয়ায় সিনেটের আসনগুলোতে জয়লাভ করেছে রিপাবলিকান পার্টি। এছাড়া অন্যান্য রাজ্যেও জয়লাভের আশাবাদ ব্যক্ত করেছে তারা। একশ‘ আসনের সিনেটে এবার নির্বাচন হয়েছে ৩৬টি আসনে।

সিনেটের কর্তৃত্ব নিশ্চিত হওয়ার পর সিনেটে রিপাবলিকান দলের নেতা সিনেটর মিচ ম্যাককনেল বলেছেন, এই ফলাফলের মাধ্যমে জনগণ সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে যে তারা আর তাদের বিশ্বাস করে না।

সিনেটের এক তৃতীয়াংশ আসন ছাড়াও এবারের মিডটার্ম নির্বাচনে হাউজ অব রিপ্রেজেন্টিটিভস এর ৪৩৬টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ৩৬টি রাজ্যের গভর্নর পদের পাশাপাশি রাজ্য ও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে প্রতিনিধি নির্বাচনও অনুষ্ঠিত হয় মঙ্গলবার।

সর্বশেষ ফলাফল অনুযায়ী, সিনেটে রিপাবলিকানদের ৫২টি আসনের পাশাপাশি দুই জন স্বতন্ত্র সদস্যের সমর্থন নিয়ে ডেমোক্রাটদের আসন এখন ৪৫টি। এছাড়া ২৪৩টি আসনে নিয়ন্ত্রণ গ্রহণের মধ্যে দিয়ে হাউজ অব রিপ্রেজেন্টিটিভসের সংখ্যাগরিষ্ঠতাও এখন রিপাবলিকানদের। হাউজ অব রিপ্রেজেন্টিটিভসে ডেমোক্রাটদের আসন ১৭৪টি। এছাড়া ৫০টি রাজ্যের মধ্যে ৩০টির গভর্নরই রিপাবলিকান। মাত্র পনেরোটি রাজ্যের নিয়ন্ত্রণ আছে ডেমোক্রাটদের হাতে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।