ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীকে হত্যার হুমকি টিটিপির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪
মোদীকে হত্যার হুমকি টিটিপির

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার হুমকি দিয়েছে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান জামাত আহরার (টিটিপি-জেএ)। ওয়াগা সীমান্তে আত্মঘাতী হামলা চালিয়ে অর্ধশতাধিক লোককে হত্যার পর এ হুমকি দিল সন্ত্রাসী গোষ্ঠীটি।



০২ নভেম্বর ভারত-পাকিস্তানের ওয়াগা সীমান্তে জঙ্গি হামলায় ৬০ নিহত ও ২০০ জন আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে মোদীর দেওয়া এক টুইটার বার্তার জবাবে এই হুমকি দেন টিটিপি-জেএ’র মুখপাত্র এহসানুল্লাহ এহসান।

প্রথমে উর্দু ভাষায় লেখা মন্তব্যে এহসান হুমকি দিয়ে বলেন, ‘এই হামলার মাধ্যমে আমরা উভয় দেশের সরকারকেই বার্তা দিলাম যে, আমরা যে কোথাও হামলা চালাতে পারি। ’

পরে ইংরেজি ভাষায় লেখা মন্তব্যে তালেবান মুখপাত্র হুমকি দিয়ে বলেন, ‘আপনি শতো শতো মুসলিমের হত্যাকারী। কাশ্মীর ও গুজরাটের এই নির্দোষ লোকদের হত্যার বদলা আমরা নেবোই। ’

অবশ্য, এ হুমকির পর এহসানের অ্যাকাউন্টটিই টুইটার থেকে উধাও হয়ে গেছে।

ভারতের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা দাবি করছেন, ওয়াগা সীমান্তে যে হামলা চালানো হয়েছে তার মূল লক্ষ্য ছিল ভারতই।

জঙ্গিরা কলকাতায় হামলা চালানোর ছক কষছে বলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ইতোমধ্যে সতর্কও করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।