ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বুরকিনাফাসো সঙ্কট

ক্ষমতা ছাড়ার ইঙ্গিত সেনাশাসক ইসাক জিদার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪
ক্ষমতা ছাড়ার ইঙ্গিত সেনাশাসক ইসাক জিদার ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের ভেতর ও বাইরে ব্যাপক চাপের মুখে পড়ে বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত দিলেন পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনাফাসোর সামরিক শাসক ইসাক জিদা।

এর আগে ক্ষমতা হস্তান্তরের জন্য সামরিক বাহিনীকে দুই সপ্তাহের সময় বেঁধে দেয় আফ্রিকান রাষ্ট্রগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন।

এছাড়া সাবেক প্রেসিডেন্ট ব্লেইস কমপাওরের পদত্যাগের পর ক্ষমতা কুক্ষিগত করে সামরিক বাহিনী অসাংবিধানিক আচরণ করেছে বলেও উল্লেখ করে ৫৪ জাতির এই প্রভাবশালী জোট।

সোমবারের ওই হুঁশিয়ারি বার্তায় দুই সপ্তাহের মধ্যে ক্ষমতা হস্তান্তর না হলে দেশটির বিরুদ্ধে অবরোধ আরোপের কথা জানায় এইউ। পাশাপাশি জোটে দেশটির সদস্যপদ বাতিল ছাড়াও সামরিক কর্মকর্তাদের বিদেশ সফরের ওপরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়া হয়।

এ পরিস্থিতিতে মঙ্গলবার দাবি মেনে নেয়ার ইঙ্গিত দেন সামরিক কর্তৃপক্ষের প্রধান ইসাক জিদা। মঙ্গলবার বুরকিনাফাসোর বিরোধী দলগুলোর নেতা ও আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক শেষে দ্রুততম সময় বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেন তিনি।

তিনি বলেন,যদি সবাই একমত হয় তবে দুই সপ্তাহের মধ্যে ক্ষমতা হস্তান্তর অসম্ভব কোনো কাজ নয়।  

এদিকে ক্ষমতা হস্তান্তরে সামরিক বাহিনীর ওপর চাপ প্রয়োগ করতে আজ বুরকিনাফাসো সফরে যাচ্ছেন পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক জোট ইকোয়াসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল, নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন এবং ঘানার প্রেসিডেন্ট জন মাহামা।

বুধবার দিনের শেষে বুরকিনাফাসোর রাজধানী ওগাদুগুতে অবতরণ করার কথা ইকোওয়াসের প্রতিনিধি দলের। সামরিক কর্তৃপক্ষের পাশাপাশি দেশটির বিরোধী দল ও সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তারা।

বিগত সপ্তাহের শেষে ব্যাপক গণবিক্ষোভের মুখে শুক্রবার পদত্যাগ করেন দীর্ঘদিন ধরে বুরকিনাফোসোর শাসন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ব্লেইস কমপাওরে। এর পরপরই দেশটির ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয় প্রভাবশালী এলিট প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের উপপ্রধান লে.কর্নেল ইসাক জিদা। তাকে সমর্থন দেয় দেশটির সামরিক বাহিনী।

১৯৮৭ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় আসা সাবেক সেনা কর্মকর্তা ব্লেইস কমপাওরে দীর্ঘ ২৭ বছর দেশ শাসনের পর পরবর্তী মেয়াদে পুনরায় ক্ষমতায় থাকার জন্য সংবিধান সংশোধনের উদ্যোগ নিলে ব্যাপক গণবিক্ষোভের মুখোমুখি হন। বিক্ষোভকারীরা এ সময় দেশটির পার্লামেন্ট ভবন জ্বালিয়ে দেয়। এছাড়া সংঘর্ষে প্রাণ হারান বেশ কয়েকজন বিক্ষোভকারী। এ পরিস্থিতিতে পদত্যাগ করে প্রতিবেশী আইভরিকোস্টে পালিয়ে যান ব্লেইস কমপাওরে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।