ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রবের হাতেই লাদেন বধ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
রবের হাতেই লাদেন বধ! ওসামা বিন লাদেন ও রব ও’নিল

ঢাকা: সেরা সন্ত্রাসী ওসামা বিন লাদেন হত্যার চার বছরের বেশি সময় পার হয়েছে। কিন্তু কার হাতে নিহত হন লাদেন তা জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের নেভি সিল পাকিস্তানের অ্যাবোটাবাদে ওই অভিযান চালায় ২০১১ সালের ২ মে। তাতে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ‍হামলার মাস্টারমাইন্ড, সন্ত্রাসী শক্তির উদগাতা আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হন। কিন্তু জানা যায় নি, ঠিক কে গুলি চালিয়েছিলেন।

এবার সেই তথ্য সামনে এলো। যুক্তরাজ্যের একটি প্রভাবশালী পত্রিকা জানাচ্ছে যিনি ওই গুলি চালিয়েছিলেন তার নাম- রব ও’নিল, ৩৮। নেভি সিলের এই সাহসী সদস্য তার ১৬ বছরের সৈনিক জীবন শেষ করে এখন অবসরে। এমাসেই পরের দিকে ফক্স টেলিভিশনে রবের কথা বিস্তারিত জানা যাবে। তার ‍আগেই তার বাবা টম ও’নিল এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পত্রিকাটিকে ছেলের সাহসিকতার গল্প বলেছেন।

রব ও’নিল চাকরি ছেড়ে এখন প্রকাশ্যেই ঘোরাঘুরি করছেন। তবে আইএস’র এই ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সময় নিরাপত্তাহীন ভাবছেন কিনা এমন প্রশ্নে তার বাবা টম ও’নিল বলেন, আমরা মোটেই চিন্তিত নই। ঘরের সামনে টার্গেট এঁকে দিয়ে বলতে পারি, আসো আমাদের ধরো।

এলিট ফোর্স নেভি সিলের অত্যন্ত সম্মানিত এক সদস্য ছিলেন রব ও’নিল। সেই রাতেই দুঃসাহসিক অভিযানে ওসামা বিন লাদেনের ‍বাড়িতে ছয় সদস্যদের দলটিকে হেলিকপ্টার নামিয়ে আসার পর ও’নিল লাদেনের ঘরে ঘুকে তার কপাল বরাবর তিনটি গুলি চালান।

এই খবর প্রকাশিত হওয়ার পর লাদেনের মৃত্যু নিয়ে এ পর্যন্ত যত গুজব ছিলো তার অবসান ঘটবে, এমনটাই মনে করছেন টম ও’নিল।

রব ও’নিল কেন এতদিন পরে কথা বলছেন? সে প্রশ্ন সামনে এসেছে। উত্তরও জানা গেছে। মেয়াদের ২০ বছর পূর্ণ না করে ১৬ বছরের মাথায় নেভি সিল থেকে অবসরে গেছেন ও’নিল। এতে তাকে বেশ কিছু সামরিক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। আর সে কারণেই কিছুটা ক্ষেপেছেন রব ও’নিল।

বাহিনীতে থেকে যে অসাধারণ সামরিক রেকর্ড গড়েছিলেন সেটাই জনসম্মখে আনতে চান রব।

যুক্তরাষ্ট্রের মনটানার একসময়ের কপার খনি সম্মৃদ্ধ বাটেতে বেড়ে ওঠেন রব। সেখানে একটি একতলা বাড়িতেই এখন থাকেন তিনি। বাড়ির গ্যারেজের দেয়াল ভল্লুক, বনগাঁই, ক্যারিবু, বড় শিংওয়ালা ভেড়া আর হরীনের চামড়ায় ঠাসা ।

ও’নিলদের লিভিং রুমেও রয়েছে একটি কোডিয়াক ভল্লুকের চামড়া।

রব ও’নিল জানালেন, টিনএজে প্রেমে ব্যর্থ হয়েই নেভি সিলে যোগ দেন। তখন তার বয়স ১৯। তবে বাবা টমের কাছে জানা গেলো ভিন্ন গল্প। বললেন, সেবার বাবা-ছেলে শিকারে যাচ্ছিলেন। পথে তাদের নেভি সিলের এক সদস্যের সঙ্গে দেখা। সেই রবকে দেখে তাদের বাহিনীতে যোগ দেওয়ার অফার দেয়, আর রবও রাজি হয়ে যায়।

এরপর ১৬ বছরের চাকরি জীবনে রব ইরাক ও আফগানিস্তানসহ চারটি যুদ্ধ ক্ষেত্রে এক ডজনেরও বেশি অ্যাকটিভ কমব্যাটে যোগ দিয়েছেন, চার শ’রও বেশি কমব্যাট মিশনে অংশ নিয়েছেন।

বিনাবাক্যে কাজ করে যাওয়া এক সেনা রব ও’নিল। সবচেয়ে কঠিন সময়ের সবচেয়ে কঠিন কাজটি এলেই ডাক পড়তো তার।  

আগামী সপ্তাহে ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে বসছেন রব। ‘দ্য ম্যান হু কিলড ওসামা বিন লাদেন’ শিরোনামে ওই সাক্ষাৎকারে লাদেনবধের কাহিনী তুলে ধরবেন। ত‍াতে আরও থাকবে তার প্রশিক্ষণের কথা, একেকটি মিশন সফল করে তোলারও গল্প।

বাংলাদেশ সময় ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।