ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফোর্বসের বিচারে

বিশ্বের ১৫তম ক্ষমতাধর ব্যক্তি মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
বিশ্বের ১৫তম ক্ষমতাধর ব্যক্তি মোদী ভ্লাদিমির পুতিন, বারাক ওবামা ও নরেন্দ্র মোদী

ঢাকা: মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় ১৫তম ব্যক্তি হিসেবে জায়গা করে নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম ফোর্বসের ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় নাম উঠলো পশ্চিমা গণমাধ্যমে ‘সাম্প্রদায়িক ব্যক্তি’ বলে বিবেচিত গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রীর।



গতবারের মতো এবারও এই তালিকার শীর্ষে রয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর তার পরের প্রভাবশালী ব্যক্তি যথারীতি মধ্যবর্তী নির্বাচনে নাকানি-চুবানি খাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে, তালিকা থেকে বাদ পড়ে গেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী।

বুধবার প্রকাশিত সংখ্যায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করে ফোর্বস।

৭২ জনের এই তালিকায় তৃতীয় ক্ষমতাধর নির্বাচিত হয়েছেন শীর্ষ অর্থনীতির দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, আর চতুর্থ ক্ষমতাধর নির্বাচিত হয়েছেন রোমান ক্যাথলিক চার্চ ও সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান পোপ ফ্রান্সিস। তালিকার পঞ্চম ও বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী নির্বাচিত হয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তালিকায় তার পরে রয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ সিস্টেম’র প্রধান জানেত ইয়েলেন। প্রযুক্তিবিদদের মধ্যে শীর্ষ ও তালিকার সপ্তম ক্ষমতাধর হলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তালিকার অষ্টম স্থান দখল করেছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট মারিও দ্রাগি। যৌথভাবে নবম ক্ষমতাধর নির্বাচিত হয়েছেন গুগলের দুই সহ-প্রতিষ্ঠাতা আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী সার্জেই ব্রিন ও ল্যারি পেজ। ফোর্বসের বিচারে বিশ্বের ১০ম ক্ষমতাধর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

এছাড়া, পশ্চিমাদের মিত্র সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ রয়েছেন তালিকার ১১তম স্থানে, ১২তম স্থানে রয়েছেন মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হোসেইনি খামেনী রয়েছেন ক্ষমতাধর ব্যক্তিদের তালিকার ১৯তম স্থানে। আর ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে ২২তম ব্যক্তি। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন নির্বাচিত হয়েছেন ৪০তম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে। এছাড়া, পশ্চিমাবিরোধী উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন ৪৯তম ব্যক্তি এবং মিশরের সামরিক শাসক আবদেল ফাত্তাহ এল-সিসি তালিকায় ৫১তম ব্যক্তি হিসেবে জায়গা দখল করে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।