ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সেলফি তুলতে গিয়ে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
সেলফি তুলতে গিয়ে মৃত্যু সিলউইয়া রাচেল

ঢাকা: ইচ্ছে ছিল সেলফি তুলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কিন্তু তা আর হয়ে উঠল না।

সেলফিই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। সেলফি তুলতে গিয়েই মারা গেলেন পোল্যান্ডের মেডিকেল ছাত্রী সিলউইয়া রাচেল।

ডেইলি মেইলের খবরে বলা হয়,  সম্প্রতি ছুটিতে স্পেনে বেড়াতে যান রাচেল। সেখানের বিখ্যাত সব স্থানেই চষে বেড়ান তিনি। কিন্তু ‘ট্যুরিস্ট স্পট’ খ্যাত পুয়েন্তে দে ট্রিনা ঘুরতে গিয়ে ঘটে দুর্ঘটনা। সেলফি তোলার সময় অসাবধানতাবশত ১৫ ফুট উচ্চতার ব্রিজ থেকে সরাসরি নিচে পড়ে যান।

খবরে বলা হয়, ব্রিজের কনক্রিটের ফুটিংয়ের ওপর পড়ে যাওয়ার কারণেই ২৩ বছর বয়সী রাচেলের মৃত্যু হয়।

এমন অস্বাভাবিক পরিণতির খবর কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন রাচেলের মা। এই খবর পাওয়ার পর থেকে ভেঙে পড়েছেন তিনি।

শহরের একজন মুখপাত্র জানান, ঘটনাটি মর্মান্তিক। ব্রিজটিকে আরো নিরাপদ করার জন্য আমরা পদক্ষেপ নেব।

বাংলাদেশ: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।