ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিবে না আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিবে না আইসিসি

ঢাকা: ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলরাশিতে তুরস্কের জাহাজে ইসরায়েলী অভিযানে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিসি)।

২০১০ সালের ৩১মে ছয়টি বেসামরিক জাহাজে ইসরায়েলের সামরিক অভিযানে মারা যান ১০ জন তুরস্কের নাগরিক।

  

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলী ফাতাউ বেনসৌদা জানান, ‘যুদ্ধাপরাধের ন্যায়সঙ্গত ভিত্তি’ থাকা সত্ত্বেও তিনি ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবেন না।

তিনি বলেন, আইসিসি সবসময় বড় মাত্রায় অপরাধের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকে।

সেসময় হামাস নিয়ন্ত্রিণ সীমানা লঙ্ঘন করে তুরস্কের জাহাজটি গাজা উপত্যকার দিকে অগ্রসর হচ্ছিল। তারপরই অভিযান চলায় ইসরায়েল।

ঘটনায় দশ ইসরায়েলি সৈন্যও আহত হয়েছিল। এরপর ইসরায়েল ও তুরস্কের সম্পর্কে ভাটা পড়ে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।