ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রিপাবলিকানদের সঙ্গে এক হয়ে কাজ করতে চান ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪

ঢাকা: যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত নতুন রিপাবলিকানরা প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
বারাক ওবামায়ও দেশকে এগিয়ে নিতে রিপাবলিকানদের সঙ্গে একযোগে কাজ করার কথা জানিয়েছেন।



সম্প্রতি ইতিহাস গড়ে মধ্যবর্তী নির্বাচনে জয়লাভ করে রিপাবলিকানরা। এতে কংগ্রেসের নিয়ন্ত্রণ চলে যায় রিপাবলিকানদের হাতে।

সিনেট নেতা মিচ ম্যাকডোনাল্ড বলেন, তিনি সিনেটকে আরো কার্যকরী কলে তুলবেন এবং বিল পাস করবেন।

ওবামা বলেন, আগামী দুই বছর নতুন কংগ্রেসম্যানদের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহী।

গত মঙ্গলবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির আইনসভার দুই কক্ষেরই নিয়ন্ত্রণ নিশ্চিত করে বিরোধী দল রিপাবলিকান পার্টি।

সিনেটের মোট ১০০ আসনের মধ্যে মঙ্গলবার ৩৬ আসনে নির্বাচন হয়। এর মধ্যে ৩৩ আসনের পূর্ণাঙ্গ ফল পাওয়া গেছে। তাতেই সিনেটের নিয়ন্ত্রণ সুনিশ্চিত হয়েছে রিপাবলিকানদের। এখন সিনেটের ৫২টি আসন রিপাবলিকানদের দখলে।

নির্বাচনে প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫ আসনের সবগুলোতেই নির্বাচন হয়। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪৬ আসনে জয় পেয়েছে রিপাবলিকান পার্টি। ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা পেয়েছেন ১৭৬ আসন।

মঙ্গলবারই দেশটির ৫০টি গভর্নর পদের মধ্যে ৩৬টিতে নির্বাচন হয়েছে। ৫০টির মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১টিতেই দখলে গেছে রিপাবলিকানদের। ডেমোক্র্যাটদের দখলে রয়েছে ১৫টি।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।