ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ঘুমের কাছে আইসক্রিমের হার (ভিডিও)

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৪
ঘুমের কাছে আইসক্রিমের হার (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: পুঁচকের বয়স খুব সম্ভবত তিন বছর। মা-বাবার সঙ্গে শপিং মলে গিয়েছে।

কেনাকাটা করতে গিয়ে ঘুরতে ঘুরতে আইসক্রিম আবদার করে। একটি আইসক্রিমও কিনে দেওয়া হয় তাকে।

কিন্তু তার আগে যে পুঁচকের চোখ ঘুমে ঢুলু ঢুলু তা বোধ হয় খোদ মা-বাবাও খেয়াল করেননি। আইসক্রিম হাতে ধরিয়ে পুঁচকেটাকে চেয়ারে বসিয়ে দেওয়া হলো। তারপর যে কাণ্ড ঘটালো পুঁচকে...তাতে ভীষণ মন খারাপ থাকলেও হাসতে হবে যে কাউকে!


ভিডিওটি খুব সম্ভবত ইন্দোনেশিয়ার কোনো একটি শপিং মল থেকে ধারণ করা। আর এটি ফেসবুকে ছাড়া হয়েছে মেক্সিকো সিটি থেকে সম্প্রচার হওয়া এমআইএক্স১০৬.৫ রেডিও’র পেজ থেকে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।