ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজ অব দ্যা ওয়ার্ল্ডের সংবাদ কর্মীর আট মাসের জেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
নিউজ অব দ্যা ওয়ার্ল্ডের সংবাদ কর্মীর আট মাসের জেল

ঢাকা: যুক্তরাজ্যের বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র ‘নিউজ অব দ্যা ওয়ার্ল্ড’-এর নিউজ এডিটর ইয়ান অ্যাডমন্ডসনকে (৪৫) আট মাস কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের ফোন কল হ্যাক করেছেন।

শুক্রবার (০৭ নভেম্বর) তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।

এরআগে, গত তিন বছর আগে ফোনে আড়িপাতা সংক্রান্ত কারণে ‘নিউজ অব দ্যা ওয়ার্ল্ড’ বন্ধ হয়। সে সময় অ্যাডমন্ডসন চাকরি হারান।

এরপর সম্প্রতি তিনি আদালতে স্বীকারক্তি দেন, যে তিনি এ সংক্রান্ত কাজে জড়িত ছিলেন। আর মূলত সে কারণে তাকে এ কারদণ্ড দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।