ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস দমনে ইরাকে আরো ১,৫০০ সৈন্য পাঠাবে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
আইএস দমনে ইরাকে আরো ১,৫০০ সৈন্য পাঠাবে আমেরিকা

ঢাকা: বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দমনে ইরাকে আরো ১ হাজার ৫ শ’ মার্কিন সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

শনিবার ওয়াইট হাউজের বার্তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।



আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ইরাকে ইসলামিক স্টেট (আইএস) দমনে আরো ১ হাজার ৫ শ’ মার্কিন সৈন্য যোগ দেবে।

সুন্নী বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ইতোমধ্যে ইরাক ও সিরিয়ার কয়েকটি অঞ্চল নিজেদের দখলে নিয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলে ‘ইসলামিক খেলাফাত’ ঘোষণা করেছে সংগঠনটি। আইএস কর্তৃক সিরিয়া ও ইরাকের কয়েকটি অঞ্চল দখল করার পর এই সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয় আমেরিকা।

এরআগে, বিভিন্ন সময় আরো বেশ কয়েক শ’ মার্কিন সৈন্য ইরাকে গিয়েছে।

বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।