ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘নিখোঁজ শিক্ষার্থীদের পোড়ানো হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
‘নিখোঁজ শিক্ষার্থীদের পোড়ানো হয়েছে’ ছবি: সংগৃহীত

ঢাকা: মেক্সিকোর নিখোঁজ শিক্ষার্থীদের হত্যার পর পুড়িয়েছে দেশটির একটি কুখ্যাত মাদক চক্র। শিক্ষার্থীদের পুড়িয়ে মারার বিষয়টি শুক্রবার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন দেশটির অ্যাটর্নি জেনারেল জেসাস মুরিলো।



ছয় সপ্তাহ ধরে নিখোঁজ শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে এতদিন ধোঁয়াশা থাকলেও অ্যাটর্নি জেনারেলের বক্তব্যেই নিশ্চিত হলো হতভাগ্য শিক্ষার্থীদের পরিণতি।

অ্যাটর্নি জেনারেল মুরিলো বলেন, এ ঘটনায় অভিযুক্ত মাদক চক্রের তিন সদস্যকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। শিক্ষার্থীদের পুড়িয়ে মারার বিষয়টি তারা পুলিশের কাছে স্বীকার করেছে।

পাশাপাশি ইগুয়ালার পুলিশই যে তাদের ওই হাতে ওই শিক্ষার্থীদের তুলে দিয়েছে সেটাও জানিয়েছে ওই তিনজন।

স্বীকারোক্তিতে অভিযুক্তরা পুরো ঘটনার বর্ণনা দেয় বলে জানান অ্যাটর্নি জেনারেল। অপহরণের পর ডাম্প ট্রাকে গাদাগাদি করে ওই শিক্ষার্থীদের ইগুয়ালার নিকটবর্তী কোকুলার একটি মাটি ভরাটের স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছার আগে শ্বাসরুদ্ধ হয়ে ‍মারা যায় বেশ কয়েকজন শিক্ষার্থী।   এর পর বাকিদের গুলি করে হত্যার করে সবগুলো মৃতদেহকে পেট্রোল, টায়ার এবং প্লাস্টিক দিয়ে পোড়ানো হয়। পোড়ানোর প্রক্রিয়া সম্পন্ন হতে সময় নেয় ১৪ ঘণ্টা। এরপর দেহাবশেষগুলোকে চূর্ণ করে ব্যাগে ভর্তি করে নদীতে নিক্ষেপ করা হয়।

নদীতে পাওয়া মানবদেহের ওই অবশিষ্টাংশগুলো এখন অস্ট্রিয়ার বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন। তবে মুরিলো জানিয়েছেন এ প্রক্রিয়া শেষ হতে কতদিন লাগবে তা নিশ্চিত নয়।

এদিকে সরকারের বক্তব্য বিশ্বাস না করার কথা ‍জানিয়েছে নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকরা। সরকারের তদন্তের দীর্ঘসূত্রিতার সমালোচনা করে তারা বলেছেন সরকার ইচ্ছে করেই তদন্তকে শেষ করতে এ ধরনের কাহিনীর অবতারণা করেছেন।

এ ব্যাপারে নিখোঁজ শিক্ষার্থীর পিতা ফেলিপ দি লা ক্রজ বলেন, যতক্ষণ কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না ততক্ষণ আমাদের সন্তানরা আমাদের কাছে জীবিত।

গত ২৬ সেপ্টেম্বর মেক্সিকোর ইগুয়ালা শহরে স্থানীয় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় তাদের আটক করে পুলিশ। পরে স্থানীয় মাদক চক্র গুয়েরেরোস ইউনিডোসের হাতে শিক্ষার্থীদের তুলে দেয় তারা।

শিক্ষার্থী নিখোঁজের ঘটনাকে পুরো মেক্সিকোকে স্তম্ভিত করে। মনোযোগ আকর্ষিত হয়  সারা বিশ্বের। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো। তবে এ ঘটনায় জড়িত প্রত্যেককে বিচারের সম্মুখীন করার অঙ্গীকার করেন তিনি।

নিখোঁজ শিক্ষার্থীরা গুয়েরোরো প্রদেশের একটি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী ছিলেন। নিখোঁজ হওয়ার দিন পাশ্ববর্তী ইগুয়ালা প্রদেশে একটি বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন তারা।

এ ঘটনায় মোট ৭০জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ইগুয়ালার মেয়র হোসে লুইস আবার্কাও রয়েছেন। গত মঙ্গলবার মেক্সিকো সিটি থেকে তাকে সস্ত্রীক আটক করা হয়। নিখোঁজের ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি।

তদন্তকারীদের দাবি ওই মেয়রই পুলিশকে শিক্ষার্থীদের বাধা দেয়ার নির্দেশ দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।