ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তেল-সমৃদ্ধ বাইজি থেকে পিছু হটল আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪
তেল-সমৃদ্ধ বাইজি থেকে পিছু হটল আইএস ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের তেলসমৃদ্ধ এলাকা বাইজি থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসকে হটিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রোববার ইরাকি সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় শহর বাইজিতে পৌঁছে।

এখানেই দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার অবস্থিত। গত জুনে হামলা চালিয়ে আইএস শোধনাগারটি প্রথমেই দখলে নেয়।

বাইজি পুনর্দখল ইরাকি সরকারের সাফল্য হিসেবে দেখা হচ্ছে। অবশ্য কিছুদিন ধরেই এরকম সাফল্যে খবর আসছে। সেনাবাহিনী ধীরে ধীরে আইএস দখলকৃত এলাকায় অগ্রসর হচ্ছে।

২ লাখ অধিবাসীর এলাকা বাইজির চারপাশে ছোটখাটো বেশ কয়েকটি তেল শোধনাগার রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।