ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪০ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের সিন্ধ প্রদেশে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।



যাত্রীবাহী বাসটি সোয়াত থেকে করাচি যাওয়ার পথে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে এ দুর্ঘটনায় পড়ে।

সংবাদমাধ্যম জানায়, দ্রুতগতির বাসটি একটি যানকে ওভারটেক করার সময় হঠাৎ একটি ট্রাক সামনে পড়ে। এ সময় বাসের ড্রাইভার নিয়ন্ত্রণ করতে না পারলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটি বিপরীতমুখী হয়ে যায়।

ঘটনার পর জরুরি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের সুক্কুর ও খাইরপুর জেলা হাসপাতালে পাঠায়।

সিন্ধ গর্ভনর ড. ইসরাতুল ইবাদ খান প্রাণহানির ঘটনায় শোখ প্রকাশ করেছেন। এছাড়া আহতদের চিকিৎসার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।