ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ইন্টারনেট ফ্রি ও উন্মুক্ত করলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
যুক্তরাষ্ট্রে ইন্টারনেট ফ্রি ও উন্মুক্ত করলেন ওবামা

ঢাকা: জনগণের জন্য বিনামূল্যে উন্মুক্ত ইন্টারনেট সেবার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইন্টারনেটকে তিনি পানি-বিদ্যুতের মতো নিত্যসেবার তালিকায় নিয়ে আসার কথা বলেছেন।



ওবামা বলেন, ইন্টারনেট সেবাদাতা কোনো কোম্পানি বা প্রোভাইডার ‘অনিশ্চিত’ কোনো শর্ত জুড়ে দেবে না বলে আমি বিশ্বাস করি। এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ওবামা।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনকে (এফসিসি) প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার ওই ভিডিও বার্তাটি ছাড়ে মার্কিন কর্তৃপক্ষ। এসময় অবশ্য বারাক ওবামা চীন সফর করছিলেন।

ওবামা বলেন, ইন্টারনেটকে মানুষের মৌলিক চাহিদা হিসেবে বিবেচনা করবে এফসিসি, এটি আমেরিকানদের মৌলিক অধিকার হিসেবেই গণ্য হবে।

কোনো ব্যবহারকারীর ক্ষেত্রে তার পছন্দের অনলাইন সাইটে ঢুকতে পারা বা সেবা নেওয়ার ক্ষেত্রে কোনো ‘গেটকিপার’ থাকতে পারবেনা। বিনামূল্যে উন্মুক্ত ইন্টারনেট সেবা নিশ্চিত করে আমরা বিশ্বের সঙ্গে সহজে যুক্ত হতে পারবো।

যারা মোবাইল হ্যান্ডসেট তৈরি করছেন তাদের জন্য নিয়মনীতি ও শর্তগুলো আরও সহজ ও নিরপেক্ষ করার জন্য এফসিসিকে নির্দেশনা দেন বারাক ওবামা।

এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে যোগ দিতে বর্তমানে চীনের রাজধানী বেইজিংয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।