ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আল-জাজিরা মিথ্যাচারী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
আল-জাজিরা মিথ্যাচারী ছবি: সংগৃহীত

ঢাকা: ‘সংবাদ মাধ্যমের স্বাধীনতা মানে মিথ্যাচারের লাইসেন্স নয়’। বেবি ট্রলিতে বসা ছোট্ট শিশুটির হাতে এমনই উক্তি/স্লোগান লিখা প্লেকার্ড।

প্রতিবাদের ভাষা হিসেবে শিশুটি তার অভিভাবকের সঙ্গে নেমেছে রাস্তায়।

দূর প্রবাসে বসে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের প্রতি শ্রদ্ধশীল হয়ে কাতার ভিত্তিক সংবাদ টেলিভিশন চ্যানেল আল-জাজিরার অনবরত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানাতে লন্ডন কার্যলায়ের সামনে জড়ো হন মুক্তিযুদ্ধের চেতনাধারী অনেকে।

শনিবার (১৫ নভেম্বর) তারা এ প্রতিবাদ সমাবেশ করেন। ইংল্যান্ডের রাজধানী লন্ডনের ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ) ও স্বাধীনতার পক্ষের বিভিন্ন সংগঠনগুলো এক হয়ে এই প্রতিবাদ কর্মসূচি হাতে নেয়।

আমরা বরাবরই বলি সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা। এ নিয়ে অনেক কথাই হয়। মুক্ত চিন্তার গণতান্ত্রিক অধিকার হিসেবে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আমাদের কাম্য কিন্তু এমন স্বাধীনতা নয় যা মিথ্যা ও বানোয়াট।

বাংলাদেশর আন্তর্জাতিক মানের অপরাধ ট্রাইবুনাল যখন একের পর এক মানবতাবিরোধী অপরাধীদের রায় দিয়ে যাচ্ছে তখন কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা তাদের ইলেকট্রনিক্স ও অনলাইন মাধ্যমে মানবতাবিরোধী, যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাইমূলক সংবাদ প্রকাশ করে আসছে। আর তারই বিরুদ্ধে আল-জাজিরার লন্ডন কার্যলায়ের সামনে নানা বয়সীদের উপস্থিতি।

এরমধ্যে, একজন নারী প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, ৩ লাখ মা-বোনের সম্ভ্রম নিয়ে যারা খেলা করেছে তাদের পক্ষে সাফাই গেয়ে আল-জাজিরা কী ধরনের সাংবাদিকতা করতে চায়! ধিক আল-জাজিরা ধিক!

মধ্য বয়সী এক ব্যক্তি, তার হাতের প্লেকার্ডে লিখা- অপরাধীদের নয়, ক্ষতিগ্রস্তদের পক্ষে কথা বলতে শিখুন।

উপস্থিত এক তরুণের হাতের প্লেকার্ড। তাতে লিখা- মিথ্যা বর্ণনা করা বন্ধ করুন। তার পাশে দাঁড়ানো এক নারী তার ডান হাতে প্লেকার্ড উঁচু করে ধরে জানাচ্ছেন, গণহত্যার পক্ষ নেবেন না। এ রকম আরো অনেকে এই মানববন্ধনে জড়ো হন বিভিন্ন উক্তির প্লেকার্ড হাতে।
 
তারা আল-জাজিরার ক্রমাগত মিথ্যাচার, দায়িত্বজ্ঞানহীন ও পক্ষপাতমূলক সংবাদ পরিবেশনের নিন্দা জানান। তারা বলেন, আল-জাজিরা মিথ্যাচারী। বাঙালির মহান স্বাধীনতা যুদ্ধ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ভবিষ্যতে শুদ্ধ ও সঠিক সংবাদ পরিবেশনের জন্য টেলিভিশন চ্যানলটির কাছ থেকে বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানানো হয়।  

এই প্রতিবাদে অংশ নেন স্থানীয় ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যরা, প্রজন্ম-৭১, বাংলাদেশ যুব ইউনিয়ন, আওয়ামী আইনজীবী পরিষদ, লন্ডন মহানগর যুবলীগ, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বিভিন্ন সংগঠন ও মুক্তিযুদ্ধের সপক্ষের নানা বয়সীরা।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।