ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নারী এমপিকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
নারী এমপিকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা, নিহত ৩

ঢাকা: আফগানিস্তানের নারী এমপি শুকরিয়া বারাকজাইকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি সামান্য আহত হলেও অল্পের জন্য প্রাণে বেচে গেছেন।

তবে এই ঘটনায় তিনজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

প্রাণে বেচে যাওয়া এমপি শুকরিয়‍া বারাকজাই নারী অধিকার বিষয়ক অ্যাডভোকেট ও দেশটির নতুন প্রেসিডেন্ট আশরাফ ঘানীর সমর্থক।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকী এক টুইটার বার্তায় এ তথ্য নিশ্চিত করে বলেন, বারাকজাই সামান্য আহত হয়েছেন। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।  

তবে আত্মঘাতী ওই হামলায় দুর্ভাগ্যজনকভাবে তিনজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। একই ঘটনায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

‍বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।