ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বুরকিনাফাসোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন মাইকেল কাফানদো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
বুরকিনাফাসোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন মাইকেল কাফানদো মাইকেল কাফানদো

ঢাকা: বুরকিনাফাসোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইকেল কাফানদো। রোববার পশ্চিম আফ্রিকার দেশটির সামরিক বাহিনী, ধর্মীয় ও আঞ্চলিক গ্রুপ, সিভিল সোসাইটি এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ২৩ সদস্যের একটি প্যানেল অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মাইকেল কাফানদোর নাম ঘোষণা করে।



শপথ গ্রহণের পর মাইকেল কাফানদো নতুন প্রধানমন্ত্রী নিয়োগ সহ ২৫ সদস্য বিশিষ্ট সরকার গঠন করবেন। নির্বাচনের পূর্ব পর্যন্ত এই সরকার রাষ্ট্র পরিচালনা করবে। তবে আগামী বছর অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি।   তার প্রার্থিতার সুপারিশ করে বুরকিনাফাসের সামরিক বাহিনী। বুরকিনাফাসোর সাংবিধানিক পরিষদে এই নিয়োগ অনুমোদিত হলেই শপথ নেবেন কাফানদো।

৭২ বছর বয়সী কাফানদো জাতিসংঘে বুরকিনা ফাসোর প্রতিনিধি ছিলেন। এছাড়া নিরাপত্তা পরিষদে এক বছর সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

ব্যাপক গণবিক্ষোভের মুখে গত ৩১ অক্টোবর দেশত্যাগ করেন বুরকিনাফাসোর দীর্ঘ ২৭ বছরের শাসক ব্লেইস কমপাওরে। এরপর সামরিক বাহিনীর সমর্থনে ক্ষমতা কুক্ষিগত করেন প্রভাবশালী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের উপপ্রধান লেফট্যানান্ট কর্নেল ইসাক জিদা। দেশের সাংবিধানিক পরিষদকেও স্থগিত করেন তিনি।

তবে ক্ষমতা গ্রহণ করে দেশে বিদেশে ব্যাপক চাপের মুখে পড়েন কর্নেল জিদা। দুই সপ্তাহের মধ্যে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা তুলে না দিলে বুরকিনাফাসোর ওপর অবরোধ আরোপের হুমকি দেয় আফ্রিকান ইউনিয়ন। ঘরে বাইরে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়ে অবশেষে গত শনিবার স্থগিত সংবিধান পুনরায় চালু করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।