ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাতীয় দিবসে ফিলিস্তিনকে সুইডেন রাজের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
জাতীয় দিবসে ফিলিস্তিনকে সুইডেন রাজের শুভেচ্ছা

ঢাকা: রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পর এবার জাতীয় দিবসে ফিলিস্তিনিদের শুভেচ্ছা জানালেন সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ। এক সপ্তাহ আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সুইডেন।



শনিবার ফিলিস্তিনের জাতীয় দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো হয় সুইডেন রাজের এই শুভেচ্ছা বার্তা।

বার্তায় কার্ল গুস্তাফ বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রের জাতীয় দিবসে আপনার সুস্বাস্থ্য এবং ফিলিস্তিনি জনগণের সমৃদ্ধির জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভ কামনা জানাচ্ছি। ’

সুইডিশ রাজদরবারের অফিসিয়ার খামে পাঠানো হয় এই শুভেচ্ছা বার্তা।
 
নভেম্বরের ১৫ তারিখকে জাতীয় দিবস হিসেবে পালন করে ফিলিস্তিনিরা। ১৯৮৮ সালের এই দিনে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করেন অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত।

এদিকে ফিলিস্তিনবাসীর প্রতি রাজার এই শুভেচ্ছা বার্তা প্রেরণের ব্যাখ্যায় সুইডেনের রাজদরবার জানিয়েছে, বন্ধুপ্রতিম দেশগুলোর জাতীয় দিবসে শুভেচ্ছা বার্তা পাঠানো সুইডিশ রাজদরবারের একটি রুটিন কর্ম।

যেহেতু সুইডেনের সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে অনুমোদন দিয়েছে রুটিনমাফিক তাই ফিলিস্তিনের জাতীয় দিবসেও রাজার তরফে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে।

গত ৩০ অক্টোবর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সুইডেন। এর প্রতিবাদে ইসরায়েল স্টকহোম থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে।

পশ্চিম ইউরোপে সুইডেন ইউরোপীয় ইউনিয়নের একমাত্র সদস্য রাষ্ট্র যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এর আগে পশ্চিম ইউরোপের আইসল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়।

সুইডেন ছাড়াও ইইউ সদস্য বুলগেরিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মাল্টা, পোল্যান্ড এবং রোমানিয়া ইতোমধ্যেই স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে।
 
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।