ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
হংকংয়ে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ চলছে ছবি: সংগৃহীত

ঢাকা: চীন শাসিত হংকংয়ের রাজপথে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে।

বুধবার সকালে একদল বিক্ষোভকারী স্থানীয় সংসদ ভবনে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

এরপরই দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এর আগে মঙ্গলবার বিক্ষোভকারীদের মূল ঘাঁটি থেকে শান্তিপূর্ণভাবে সরিয়ে দিতে সক্ষম হলেও বুধবার বিক্ষোভকারীদের একটি অংশ সংসদ ভবনে প্রবেশ করতে চায়।

পূর্ণ গণতন্ত্রের দাবিতে বিক্ষোভকারীরা আট সপ্তাহ ধরে তিনটি শহরের রাজপথে অবস্থান করে আসছেন।

সংবাদমাধ্যম জানাচ্ছে, পুলিশের বাধা, লালপতাকার সতকর্তা জারির পরেও বেশ কয়েকজন বিক্ষোভকারী সংসদে ভবনে ঢুকে পড়েন।

এরপর পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।