ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সাড়ে ৪ লাখ অবৈধ ভারতীয় অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
যুক্তরাষ্ট্রে সাড়ে ৪ লাখ অবৈধ ভারতীয় অভিবাসী

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমান সময়ে প্রায় সাড়ে চার লাখ অবৈধ ভারতীয় অভিবাসী রয়েছেন। সে হিসেবে মার্কিন মুলুকের মোট অবৈধ অভিবাসীর চার শতাংশই বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ জনসংখ্যার দেশ ভারত থেকে যাওয়া।



সমীক্ষা চালিয়ে সম্প্রতি এমনই তথ্য দিয়েছে ওয়াশিংটনভিত্তিক প্রখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ।

সংস্থাটির গবেষণা প্রতিবেদন মতে, ২০১২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট অবৈধ অভিবাসীর প্রায় চার শতাংশ সাড়ে চার লাখ ভারতীয় বাস করছিলেন। সংখ্যাটি বর্তমান সময়ে আরও বাড়তে পারে, আবার অপরিবর্তিতও থাকতে পারে।

তবে, পার্শ্ববর্তী মেক্সিকো থেকে এসে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করা অভিবাসীর সংখ্যা ২০০৯ সালের তুলনায় ২০১২ সালে কম দেখা গেলেও মোট অবৈধ অভিবাসীর সংখ্যা অপরিবর্তিত।

মার্কিন মুলুকে ২০১২ সাল পর্যন্ত প্রায় ১ কোটি ১২ লাখ অভিবাসী অবৈধভাবে বসবাস করছিলেন। এ সংখ্যা এখন বাড়তেও পারে, আবার অপরিবর্তিতও থাকতে পারে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, ভারতীয় অবৈধ অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যকের বসবাস নিউ হ্যাম্পশায়ারে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।