ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সেই জেনারেলকে ফেরত দিতে রাজি ফার্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
সেই জেনারেলকে ফেরত দিতে রাজি ফার্ক জেনারেল রুবেন দারিও অ্যালজেত

ঢাকা: কলম্বিয়ায় জিম্মি সেই শীর্ষ সেনা কর্মকর্তাকে (জেনারেল) ফেরত দিতে রাজি হয়েছে দেশটির সশস্ত্র গেরিলা সংগঠন ফার্ক। একইসঙ্গে ওই জেনারেলের সঙ্গে আটক বাকি চারজনকেও মুক্তি দিতে সম্মত হয়েছে সংগঠনটি।



মধ্যস্থতাকারী নরওয়ে ও কিউবা এবং কলম্বিয়ান সরকার ও ফার্কের নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ চুক্তির খবর জানিয়েছে।

চুক্তির মধ্যস্থতাকারী হাভানা ও অসলো থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দু’পক্ষই ‘কিছু শর্তে’ জেনারেল রুবেন দারিও অ্যালজেত ও তার চার সহযোগীকে মুক্তি দেওয়ার বিষয়ে রাজি হয়েছে।

বুধবারের এ চুক্তিকে স্বাগত জানিয়ে কলম্বিয়ান প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, রাষ্ট্রপক্ষের শান্তি আলোচকরা খুব দ্রুত কিউবার রাজধানীতে পৌঁছাবেন এবং আমি আশা করি দ্রুতই আমাদের বন্দিরা মুক্তি পাবেন।

তবে, কী শর্তে ফার্ক জেনারেল অ্যালজেতকে মুক্তি দিতে রাজি হয়েছে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

গত রোববার (১৬ নভেম্বর) জেনারেল অ্যালজেতকে আটকের ঘটনায় অভিযুক্ত করে ফার্কের সঙ্গে সবরকমের সমঝোতা সংলাপ স্থগিত করে কলম্বিয়ান সরকার।

সংলাপ স্থগিত করার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, জেনারেল (রুবেন) অ্যালজেতকে অপহরণের ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফার্কের সঙ্গে সবরকমের সমঝোতা সংলাপে স্থগিত করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে এ ধরনের বক্তব্যের পর নীরবতা বজায় রাখে ফার্ক। তবে, এরই মধ্যে জেনারেল অ্যালজেতকে উদ্ধারে দেশের পশ্চিমাঞ্চলের শহর কুইবডোর কাছে সন্দেহভাজন চোচো ডিপার্টমেন্টে ব্যাপক অভিযান চালায় সেনাবাহিনী।

৫০ বছর ধরে প্রাণঘাতী লড়াইয়ের পর ২০১২ সালে সমঝোতায় রাজি হয় ফার্ক ও সরকার। সে বছরের ১৮ অক্টোবর নরওয়ের রাজধানী অসলোয় দু’পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দু’বছর ধরে আলোচনা চালিয়ে যাচ্ছিল সরকার ও ফার্কের প্রতিনিধি দল।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সামরিক সংগঠন ফার্কের আট হাজারেরও বেশি সদস্য রয়েছে এবং এটিই লাতিন আমেরিকার সবচেয়ে বড় গেরিলা সংগঠন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।