ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে হাসপাতালে ছুরিকাঘাতে ৬ সেবিকা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
চীনে হাসপাতালে ছুরিকাঘাতে ৬ সেবিকা নিহত

ঢাকা: চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ হাবেইয়ের একটি হাসপাতালে এক ব্যক্তির ছুরিকাঘাতে ছয় সেবিকা ও এক সহ-কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) হাবেইয়ের পর্যটন শহর বেইদাইহের ওই হাসপাতালের কর্মীনিবাসে এ হামলার ঘটনা ঘটে।



হামলাকারী মানসিকভাবে অসুস্থ বলে দাবি করেছেন হাসপাতালের কর্মকর্তারা। তিনিও হাসপাতালেরই একটি নিবাসে বসবাস করতেন।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) খবরে দাবি করা হয়, আনুমানিক ২৭ বছর বয়সী হামলাকারীর নাম লি শিয়াওলং। তাকে পুলিশ আটক করেছে।

সিসিটিভির অনলাইনে বলা হয়, বৃহস্পতিবার সকালের বেইদাইহের ২৮১ হাসপাতালের ‍নারী কর্মীদের নিবাসে হামলা চালায় ওই ব্যক্তি। তার ছুরিকাঘাতে ছয় সেবিকা ও এক সহকর্মী নিহত এবং আরও এক সেবিকা গুরুতর আহত হয়েছেন।

চীনা হাসপাতালগুলোতে প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটে। গত এপ্রিলেই ৪৫ বছর বয়সী এক ব্যক্তি এক ডাক্তারকে ছুরিকাঘাত করে হত্যা করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।