ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধের সমান খরচ হয় স্থূলতায়!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
যুদ্ধের সমান খরচ হয় স্থূলতায়!

ঢাকা: যুদ্ধ, ধূমপান কিংবা সন্ত্রাসবাদের পেছনে যে পরিমাণ অর্থ বিশ্বকে ব্যয় করতে হচ্ছে তার চেয়েও বেশি অর্থ গচ্চা দিতে হচ্ছে স্থূলতার পেছনে!

সম্প্রতি সমীক্ষা চালিয়ে এমনই তথ্য দিয়েছে প্রখ্যাত গবেষণা সংস্থা দ্য ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউটের (এমজিআই)।

গবেষণা শেষে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মাদকাসক্তি, জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণসহ এ যাবতীয় সমস্যায় যে পরিমাণ অর্থ খরচ হয় সেটাকে পেছনে ফেলে খরচের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে স্থূলতা।



গবেষণায় দেখা যায়, বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতা সমস্যায় ভুগছেন। এর পেছনে বিশ্ব অর্থনীতির অপচয় হচ্ছে ২ ট্রিলিয়ন মার্কিন ডলার যা মোট জিডিপির ২ দশমিক ৮ ভাগ।

অতিরিক্ত মোটা মানুষের স্বাস্থ্যের খরচ ও তাদের কম উৎপাদনশীলতার হিসেব করে এ অর্থ নির্ধারণ করেছে এমজিআই।

গবেষণায় আরও বলা হয়, স্থূলতার কারণে যে আর্থিক ক্ষতি হয় তা রাশিয়ার জিডিপির সমান। এটি মানবসৃষ্ট অর্থনৈতিক প্রভাবের মধ্যে শীর্ষস্থানে।

এমজিআই জানায়, বিশ্বব্যাপী প্রতিবছর ৫ ভাগ মৃত্যুর জন্য স্থূলতা দায়ী।

প্রতিকারযোগ্য এ সমস্যা দিন দিন আরও প্রকট হচ্ছে। যদি এ ধারা অব্যাহত থাকে তবে ২০৩০ সালের বিশ্বের অর্ধেক প্রাপ্ত বয়ষ্ক জনগোষ্ঠী এ সমস্যায় পড়বেন বলে সতর্ক করে দিয়েছে এমজিআই।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।