ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হিলারির পক্ষে প্রচারণার প্রস্তুতি ডেমোক্রেটদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪
হিলারির পক্ষে প্রচারণার প্রস্তুতি ডেমোক্রেটদের হিলারি রডহ্যাম ক্লিনটন

ঢাকা: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি রডহ্যাম ক্লিনটনের পক্ষে প্রচারণার পরিকল্পনা তৈরি করছে ডেমোক্রেটিক পার্টি।

এরই অংশ হিসেবে হিলারির পক্ষে প্রচারণা পরিচালনার জন্য গঠিত ডেমোক্রেটদের কার্য নির্বাহী সংগঠন ‘রেডি ফর হিলারি’ শুক্রবার (২১ নভেম্বর) তার সঙ্গেই দিনব্যাপী বৈঠকে বসছে।



সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ২০১৬ সালে আবারও হোয়াইট হাউসে প্রবেশ করবেন কিনা এমন প্রশ্ন যখন মার্কিন মুলুকসহ বিশ্ব রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে- তখনই এই বৈঠকের খবর এলো। এর ‍আগে ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউসে ছিলেন বিল ক্লিনটন পত্নী হিলারি।

জানা গেছে, শুক্রবারের বৈঠকের পর ‘রেডি ফর হিলারি’ ডেমোক্রেট দলীয় নেতাদের সংগঠন ‘প্রায়োরিটিস ইউএসএ অ্যাকশন’, ‘আমেরিকান ব্রিগেড ২১ সেঞ্চুরি’ ও ‘কারেক্ট দ্য রেকর্ড’ এর সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে ২০১৪ সালের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও পরবর্তী সময়ের নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।

সূত্র জানায়, এসব বৈঠকে জেমস কারভিল ও পল বেগালার মতো হিলারির সাবেক কিছু ঘনিষ্ঠ উপদেষ্টা ও ডেমোক্রেট পার্টির নীতি-নির্ধারকরাও উপস্থিত থাকতে পারেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।