ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজারে জলহস্তীর আক্রমণে ১২ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
নাইজারে জলহস্তীর আক্রমণে ১২ শিশু নিহত

ঢাকা: নাইজারের রাজধানী নিয়ামের একটি গ্রামে নৌকা পারাপারের সময় জলহস্তীর আক্রমণে ১২ শিশু নিহত হয়েছে।

সম্প্রতি নাইজার নদী পার হয়ে পার্শ্ববর্তী গ্রামের স্কুলে যাচ্ছিলো ১২/১৩ বছর বয়সী ওই শিশুরা।

এ সময় জলহস্তীর আক্রমণে নৌকায় থাকা শিশুরা সবাই মারা যায়।

এ ঘটনায় একজন গ্রামবাসীও নিহত হয়েছেন বলে পার্শ্ববর্তী গ্রামের অধিবাসীরা জানান।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের শিক্ষামন্ত্রী আইচাতু ঔমানু সংবাদ মাধ্যমকে ১২ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, জলহস্তীর আক্রমণের শিকার হওয়া নৌকাটিতে মোট ১২ জন শিশু ছিলো।

নাইজারের তিলাবেরি অঞ্চলের গভর্নর হাসুমি জাবিরু জানান, ওই অঞ্চলে শিশুদের নদী পারাপারের নিরাপত্তায় ইতোমধ্যেই জলহস্তীটিকে শনাক্ত করে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

একই এলাকায় গত বছরও বন্য জলহস্তীর আক্রমণে এক কিশোরের মৃত্যু হয়। পরে ওই জলহস্তীকে গুলি করে মারা হয়। নাইজার নদীতে প্রায়ই ক্ষেপাটে জলহস্তীর আক্রমণের শিকার হন গ্রামবাসীরা। জলহস্তীর আক্রমণে গৃহপালিত পশুরাও রেহাই পায় না বলেও জানা গেছে।

‍বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।