ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কেনিয়ায় ২৮ অমুসলিম বাসযাত্রীকে হত্যা আল-শাবাবের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
কেনিয়ায় ২৮ অমুসলিম বাসযাত্রীকে হত্যা আল-শাবাবের

ঢাকা: উত্তর কেনিয়ায় শনিবার যাত্রীবাহী একটি বাসকে ছিনতাই করে এর ২৮ জন অমুসলিম যাত্রীকে হত্যা করেছে ইসলামী জঙ্গি সংগঠন আল-শাবাব।

তারা সোমালিয়া থেকে কেনিয়ায় প্রবেশ করে এ কাণ্ড ঘটায় বলে জানিয়েছে কেনিয়ার পুলিশ।



কেনিয়ার দুইজন পুলিশ কর্মকর্তা একটি আন্তর্জাতিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, শনিবার যাত্রীবাহী ওই বাসটি কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে ৫০ কিলোমিটার দূরে মান্দেরা শহর থেকে ছিনতাই করা হয়।

তারা জানান, আল-শাবাব গোষ্ঠী যাত্রীদের মধ্য থেকে ২৮ জন অমুসলিম যাত্রীকে বের করে এনে পরে গুলি করে হত্যা করে।

তবে পুলিশ কর্মকর্তা দুজন তাদের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন। কারণ হিসেবে তারা জানান, পুলিশ প্রধান সংবাদমাধ্যমের কাছে মুখ না খোলার জন্য নির্দেশ দিয়েছেন।

২০১১ সাল থেকে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সোমালিয়ার ইসলামী জঙ্গি সংগঠন আল-শাবাব কেনিয়ায় ধারাবাহিকভাবে বোমা হামলাসহ আক্রমণ চালিয়ে আসছে বলে কেনিয়া সরকারের অভিযোগ। ২০১১ সাল থেকে কেনিয়ায় এ পর্যন্ত ১৩৫ বার হামলা চালানো হয়েছে।

এ ছাড়া আল-শাবাব গোষ্ঠী ওয়েস্টগেট শপিংমলে হামলা চালালে সেখানে ৬৭ জন প্রাণ হারান।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।