ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতির অভিযোগে সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
দুর্নীতির অভিযোগে সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী আটক হোসে সক্রেটিস

ঢাকা: দুর্নীতির অভিযোগে পর্তুগালের সাবেক বামপন্থি প্রধানমন্ত্রী হোসে সক্রেটিস সহ চার জনকে আটক করেছে সে দেশের পুলিশ।

করফাঁকি, দুর্নীতি ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয় বলে শনিবার (২২ নভেম্বর) স্থানীয় প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে।



পর্তুগালের রাষ্ট্রীয় সাংবাদ মাধ্যম লুসা জানায়, বিদেশ থেকে ফেরার পর শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী লিসবনের বিমানবন্দর থেকে সক্রেটিস ও অপর তিনজনকে আটক করা হয়।

প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, আটক সক্রেটিস ও অপর তিনজনকে সন্দেহভাজন ব্যাংকিং কার্যক্রম এবং অর্থ পাচারের বিষয়ে শনিবার (স্থানীয় সময়) জিজ্ঞাসাবাদ করা হবে।

জানা যায়, পর্তুগালের চার বছর মেয়াদী প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিয়ে দ্বিতীয় বছরেই পদত্যাগ করেন সক্রেটিস। দেশের ঋণ সংক্রট ক্রমেই বাড়তে থাকায় এবং অর্থনৈতিক ব্যবস্থায় বিপর্যয় সামাল দিতে না পারায় তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়েন বলে সেসময় জানানো হয়।

ক্ষমতা ছাড়ার পর সক্রেটিস উচ্চতর পড়াশোনার জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে চলে যান। সেখান থেকে ফিরে ২০১৩ সালে একটি টেলিভিশন চ্যানেলের ভাষ্যকার হিসেবে যোগ দেন।

সংবাদ মাধ্যমগুলো বলছে, আগামী বছরের জাতীয় নির্বাচনের সম্ভাব্য ফলাফলে যখন সক্রেটিসের মধ্য-বামপন্থি সোশ্যালিস্ট পার্টি এগিয়ে থাকছে- তখনই তাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হলো।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।