ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মাদাগাস্কারে প্লেগের প্রাদুর্ভাবে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
মাদাগাস্কারে প্লেগের প্রাদুর্ভাবে নিহত ৪০ ছবি: সংগৃহীত

ঢাকা: এক সময়ের প্রাণঘাতী ইদুরবাহিত রোগ প্লেগ বিশ্ব থেকে এখনও হারিয়ে যায়নি। ভারতীয় মহাসাগরের দেশ মাদাগাস্কারে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়েছে।

মারা গেছেন অন্তত ৪০ জন। আক্রান্ত হয়েছেন আরো ৮০ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ কথা জানিয়েছে।

সর্তক করে দিয়ে হু জানায়, দেশটির রাজধানী আন্তানানারিভএত ভয়াভহ এই রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

হু বলছে, কীটনাশক ব্যবহার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

এক প্রকার ইদুরের (রোডেন্টস) সংস্পর্শে আসা পোকামাকড়ের মাধ্যমে প্লেগ রোগ ছড়ায়। তবে মানুষের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। মাদাগাস্কারে এমন সংখ্যাও কম নয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।