ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গিনিতে প্রাণঘাতী ইবোলার রক্তের নমুনা চুরি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
গিনিতে প্রাণঘাতী ইবোলার রক্তের নমুনা চুরি!

ঢাকা: গিনিতে প্রাণঘাতী ভাইরাস ইবোলার ‘রক্তের নমুনা’ চুরি হয়েছে। দেশটির রেড ক্রস এ কথা জানিয়েছে।

  

যে ব্যাগে রক্ত রাখা হয়েছিল তা ক্রসের কাছে সুরক্ষিত ছিল। সংগঠনটির কর্মকর্তারা একটি ট্যাক্সি ক্যাবে করে ব্যাগটি নিয়ে যাওয়ার সময় ডাকাতের কবলে পড়েন। তিনজন মোটরসাইকেল আরোহী গাড়ি থামিয়ে রক্ত নিয়ে যায়।

রেড ক্রস কর্মকর্তা সা মামাডি লিনো জানান, ডাকাতরা ট্যাক্সির যাত্রীদের জোরপূর্বক বের করে দিয়ে অস্ত্রের মুখে ফোন, টাকা, স্বর্ণালংকার লুট করে। রক্তের ব্যাগটি দিতে না চাইলে ফাঁকা গুলি ছোঁড়ে। তবে কেউই হতাহত হননি।

তিনি জানান, পরীক্ষ‍ার জন্য রক্ত সেন্ট্রাল কানকান থেকে ২৬৫ দূরে গুকেডু অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছিল।

গিনিতে রেড ক্রসের মুখপাত্র ফায়া ইটিনে জানান, গাড়ি স্বল্পতার কারণেই ট্যাক্সি ব্যবহার করা হয়েছিল। তবে কুলার ব্যাগে রাখা রক্ত নেওয়ার কারণ বুঝতে পারছি না। সম্ভবত তারা ভেবেছিল ফ্ল্যাস্কের ভেতর মূল্যবান লুকানো ছিল।

দেশটির ন্যাশনাল ইবোলা রেসপন্স কো-অর্ডিনেশন কমিটির প্রধান ডা. ব্যারি মৌমি জানান, আমরা নিরাপত্তা বাহিনীকে বিষয়টি জানিয়েছি। কর্তৃপক্ষ রক্ত ফিরিয়ে দেওয়ার জন্য রেডিওতে ঘোষণা দিয়েছে।

গিনিতে এ পর্যন্ত ১ হাজার ২০০ জন ইবোলায় মারা গেছেন। এছাড়া সিয়েরা লিওন ও লাইবেরিয়া মিলে মোট মারা গেছেন ৫ হাজার ৪০০ জনের বেশি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।