ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আরও এক বছর আফগানিস্তান থাকবে মার্কিন জোট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
আরও এক বছর আফগানিস্তান থাকবে মার্কিন জোট ছবি : সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের অবস্থান আরও এক বছর বাড়ানোর কথা বলেছেন বারাক ওবামা।

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।



পশ্চিমা সামরিক বাহিনীর চলতি বছরই আফগানিস্তান ছাড়ার কথা ছিল। এজন্য যুক্তরাষ্ট্রের সৈন্য সংখ্যা কমিয়ে ৯ হাজার ৮শ’তে নামিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছিলেন ওবামা। আর যেসব সৈন্য থাকবেন তারা শুধুমাত্র আফগান সেনাদের প্রশিক্ষণ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত থাকবেন বলে জানিয়েছিলেন।

তবে এমন ঘোষণার ছ’মাস পরেই নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন ওবামা।

সম্প্রতি তিনি অনেকটা নীরবে পেন্টাগনকে আরও এক বছর আফগানিস্তানে থাকার নির্দেশ দেন।

অজ্ঞাত বেশ কয়েকজন সামরিক ও কংগ্রেসনাল কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, এবার তালেবানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আফগান বাহিনীকে সাহায্য করতে মার্কিন বাহিনী জেট, বোম্বার ও ড্রোন ব্যবহার করতে পারবে।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এই ‘অতিরিক্ত’ সময়ে তালেবান যদি মার্কিন নেতৃত্বাধীন জোটের জন্য হুমকি হয়ে দাঁড়ায় কিংবা আল-কায়েদাকে সরাসরি সাহায্য করে তবেই মার্কিন বাহিনী যুদ্ধে জড়িয়ে পড়বে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।