ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪ সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪ সাংবাদিক

ঢাকা: এ বছর কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) ‘ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড-২০১৪’ পুরস্কার পাচ্ছেন চার দেশের চার সাংবাদিক।

এরা হলেন- মায়ানমারের অং জ, ইরানের সিয়ামাক ঘাদেরি, রাশিয়ার মিখাইল জিগার ও দক্ষিণ আফ্রিকার ফেরিয়াল হাফ্ফেজি।



মঙ্গলবার (২৫ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই চার সাংবাদিকের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।  

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এক প্রতিবেদনে জানায়, এই চার সাংবাদিক সাহসী সাংবাদিকতার জন্য জেল খেটেছেন, সহিংসতার শিকার হয়েছেন এবং বিধি-নিষেধ আরোপের শিকার হয়েছেন। সে কারণে তাদের সিপিজের পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

অং জ, মায়ানমার 

সিপিজে জানায়, মায়ানমারের সাংবাদিক অং জ ‘দ্য ইরাওয়াড্ডি’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক। সাবেক সেনাশাসক থেকে শুরু করে মায়ানমারের বর্তমান শাসকের কাছে ‘দ্য ইরাওয়াড্ডি’ পত্রিকা ‘দেশের শত্রু’ হিসেবে খেতাব পেয়েছে। পত্রিকাটি প্রকাশে এখনো অনেক বাধা-বিপত্তি পার হতে হচ্ছে।


সিয়ামাক ঘাদেরি, ইরান

এবার সিপিজে পুরস্কারের জন্য মনোনীত ইরানের সাংবাদিক সিয়ামাক ঘাদেরি একজন ফ্রিল্যান্স সাংবাদিক। এর আগে তিনি ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা’র সম্পাদক ও প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।

সিয়ামাক ঘাদেরি চার বছর জেল খেটে এ বছরের জুলাই মাসে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।


মিখাইল জাইগার, রাশিয়া


রাশিয়ার স্বাধীন টেলিভিশন চ্যানেল ‘ডজড’-এর এডিটর-ইন-চিফ মিখাইল জাইগারকে ক্রেমলিন থেকে ‘বিরল বিকল্প স্টেশন’ হিসেবে অভিধা করা হয়েছে, তার অসাধারণ সাংবাদিকতার জন্য।


ফেরিয়াল হাফ্ফেজি, দক্ষিণ আফিকা

দক্ষিণ আফ্রিকার ‘সিটি প্রেস’-এর এডিটর-ইন-চিফ ফেরিয়াল হাফ্ফেজিকে চরম ঝুঁকির মুখে কাজ করতে হয়েছে। তার নেতৃত্বে সিটি প্রেস-এর সাংবাদিকরা হামলা-নির্যাতনের বাধা উপেক্ষা করে সংবাদ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) পুরস্কার মনোনীতদের হাতে তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সিএনএনের চিফ ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট ও সিপিজের বোর্ড সদস্য ক্রিস্টাইন আমানপুউর।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।