ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় সেনাঘাঁটিতে জঙ্গি হামলা, সৈন্যসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
ভারতীয় সেনাঘাঁটিতে জঙ্গি হামলা, সৈন্যসহ নিহত ৭

ঢাকা: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধে এক সৈন্য ও তিন বেসামরিক নাগরিক সহ অন্তত ৭ জন নিহত হয়েছে।



বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখার (লাইন অব কন্ট্রোল) কাছে অরনিয়া শহরের ওই সেনাঘাঁটিতে এ হামলা চালায় জঙ্গিরা।

সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, জঙ্গিরা সৈন্যদের বেশ নিয়ে হামলা চালায়।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের শীর্ষ সম্মেলনে যখন ভারত-পাকিস্তানসহ এ অঞ্চলের আটটি দেশের সরকারপ্রধানরা বৈঠক করছেন তখনই এ হামলার খবর এলো।

ভারতীয় সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমকে বলেন, সকালে পাকিস্তান সীমান্তের চার কিলোমিটার দূরে অরনিয়ার ওই সেনাঘাঁটিতে হামলা চালায় ৪-৫ জন জঙ্গি। সেনাবাহিনী হামলার প্রতিরোধ শুরু করলে দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এতে এক সৈন্য, তিন বেসামরিক নাগরিক ও তিন জঙ্গি নিহত হয়।

তবে, এক জঙ্গিকে আটক করা হয়েছে বলেও জানান ওই সেনা কর্মকর্তা।

তিনি আরও জানান, জঙ্গিরা দু’দলে বিভক্ত হয়ে একদল সেনাবাহিনীর বাঙ্কারের দিকে এগিয়ে যায় এবং অপর দলটি একটি বাড়িতে লুকিয়ে থেকে পরবর্তী সময়ে সংকেত পেয়ে হামলায় অংশ নেয়।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বন্দুকধারীরা অনুপ্রবেশকারী ছিল না। তারা একটি গাড়িতে চড়ে অরনিয়ায় আসে, এরপর ‍বাঙ্কারে আশ্রয় নিয়ে হামলা চালায়।

এই হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই মন্তব্য করে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, এটি নিন্দনীয়। আমি নিহত সেনা ও নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।