ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২৫ তালেবানকে খুন করে ছেলে হত্যার বদলা নিলেন মা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
২৫ তালেবানকে খুন করে ছেলে হত্যার বদলা নিলেন মা ছবি: সংগৃহীত

ঢাকা: পুত্র হত্যার চরম প্রতিশোধ নিয়েছেন আফগানিস্তানের একজন মা। ২৫ জন তালেবান জঙ্গিকে হত্যা ও পাঁচজনকে গুরুতর জখম করে তিনি তার পুত্র হারানোর বদলা নেন।



রেজা গুল নামে শোকার্ত ওই মা তালেবান সামরিক সৈন্যদের বিরুদ্ধে ৭ ঘণ্টা ব্যাপী বন্দুক যুদ্ধে লিপ্ত হন। পুত্র হত্যার বদলায় নেওয়া এই যুদ্ধে রেজা গুলকে সহায়তা করেন তার মেয়ে ও পুত্রবধূ।

আফগানিস্তানের ফারাহ প্রোভিন্সের একটি গ্রামের চেক পোস্টের সামনে রেজা গুলের ছেলেকে হত্যা করে তালেবান সামরিক বাহিনী। পুত্র হত্যার এ দৃশ্য নিজ চোখে অসহায় হয়ে দেখেন রেজা গুল।

এর পর ছেলে হত্যার বদলা নিতে তিনি মরিয়া হয়ে ওঠেন। মেয়ে ও ছেলে বৌকে সঙ্গে নিয়ে হাতে তুলে নেন বন্দুক। সরাসরি চলে যান ওই চেকপোস্টে।

সন্তানের প্রতিশোধ নেওয়ার পর রেজা গুল সংবাদ মাধ্যমকে বলেন, সন্তানকে খুন হতে দেখে নিজেকে আর ধরে রাখা যায়নি, প্রতিশোধ নিতে তাই অস্ত্র তুলে নেই।

রেজা গুলের পুত্রবধূ সীমা বলেন,  আমরা হালকা ও ভারী অস্ত্র নিয়ে প্রতিশোধ নিতে যাই। শেষ বুলেটটি খরচ না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব বলে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম।

এ ঘটনা প্রসঙ্গে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তালেবান বাহিনী। গত মাসে আফগানিস্তান থেকে মার্কিন নের্তৃত্বাধীন সামরিক বাহিনী প্রত্যাহারের পর থেকে দেশটি জুড়ে হামলা চালিয়ে আসছে তালেবান সামরিক বাহিনী।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২১০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।